২০২০ সালে সরকার অনেকটা হঠাৎ করে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেয় এবং ওই বছরের ১ জুলাই থেকে এসব পাটকল বন্ধ করে দেয়। সরকারি ভাষ্যমতে, জন্মলগ্ন থেকে এসব পাটকল ক্রমাগতভাবে লোকসানে থাকাই এগুলো বন্ধের কারণ।
দীর্ঘদিন বন্ধ থাকা বিজেএমসি নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ জুট মিলসটি বেসরকারি মালিকানাধীন জুট এলাইন্জ কোম্পানির মাধ্যমে চালু করতে মঙ্গলবার ( ২৫ জানুয়ারি) কারখানা পরিদর্শন করেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম,পলাশ উপজেলার নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী পিএএ, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,জুট এলাইন্জ কোম্পানির এম ডি জিয়াউর রহমান ও ঘোড়াশাল পৌরসভার মেয়র আল-মুজাহিদ হোসেন তুষারসহ অন্যান্য কর্মকর্তারা।
পাটের বহুমুখী পণ্য যেমন- ফাইল কভার, ফ্যাশন ব্যাগ, স্কুল ব্যাগ, লেডিস হ্যান্ড ব্যাগ, সেভিং কিটস, নার্সারি পট, নার্সারি সিট, জুট টেপ, কুশন কাভার, পর্দা ও কাপড়, রঙিন কাপড় ছাড়াও রটপ্রুফ পাটের কাপড় এবং কাপড় দ্বারা রটপ্রুফ পাটের কাপড়ের ব্যাগ ইত্যাদি উৎপাদিত হয়। দ্রুত কর্মসংস্থান সৃষ্টি এবং পাট ও পাটজাত দ্রব্যের রফতানি বৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন