১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে (বর্তমান
সোহরাওয়ার্দী উদ্যান) অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান এক ভাষণ প্রদান করেন। উক্ত
ভাষণ ১৮ মিনিট স্থায়ী হয়। যেটি অনেকের কাছে “7 March Speech of
Bangabandhu” নামেও পরিচিত। ২০১৭ সালের ৩০ শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে
ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়।
৭ই মার্চের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া সেই ঐতিহাসিক ভাষণ বিশ্ববিদ্যালয়,
কলেজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের
পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত বুধবার (৮
সেপ্টেম্বর) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি সাহেদ নুর উদ্দিনের
হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিটকারী আইনজীবী ডা.বশির আহমেদ আদালতের এ আদেশের
বিষয়টি নিশ্চিত করেছেন।
ড. বশির আহমেদ বলেন, আগের আদেশ অনুযায়ী
সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন দ্রুত সম্পন্ন করার নির্দেশ
দিয়েছেন। এছাড়া জেলায় জেলায় বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনে আগের আদেশ বাস্তবায়নেরও
নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ২০২০ সালের ২৫
ফেব্রুয়ারি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং
বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ৭ মার্চের গৌরবোজ্জ্বল ইতিহাস অন্তর্ভুক্তির কেন
নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। ওইদিন ৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস
হিসেবে ঘোষণা করেন হাইকোর্ট।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন