দিনাজপুরে যৌতুকের দাবিতে রিকশা থামিয়ে স্ত্রীকে অ্যাসিড ছুড়ে মারলেন এক স্বামী। এ ঘটনায় গৃহবধূর দেবর ও ননদকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার মূল হোতা গৃহবধূর স্বামী তানভীরুল রহমান রাহুল (২৬) পলাতক।
গ্রেফতাররা হলেন দিনাজপুর পৌর এলাকার মিজানুর রহমানের ছেলে রাজ (২০) ও তার বোন ময়ূরী বেগম (৩০)। রোববার (০১ মার্চ) দুপুরে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানা পুলিশের ওসি মোজাফ্ফর হোসেন।
স্থানীয় সূত্র জানায়, দিনাজপুরের সুইহারি মাঝাডাঙ্গা গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে রিয়া বেগমের সঙ্গে চার বছর আগে দিনাজপুর পৌর এলাকার মিজানুর রহমানের ছেলে তানভীরুল রহমান রাহুলের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক দিলেও কিছুদিন পর আরও দুই লাখ টাকা যৌতুকের জন্য রিয়ার ওপর চাপ দিতে থাকে স্বামীর পরিবার।
বার বার যৌতুক দাবি করায় এক মাস আগে বাবার বাড়ি চলে যান রিয়া। শনিবার রাতে দিনাজপুরের বাণিজ্য মেলা থেকে রিয়া, তার মা এবং ভাবি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে অটোরিকশা থামিয়ে রিয়া, তার মা ও ভাবিকে পিটিয়ে আহত করেন তানভীরুলসহ কয়েকজন। এ সময় রিয়াকে অ্যাসিড নিক্ষেপ করেন রাহুল। এতে রিয়ার পিঠ পুড়ে যায়। রিয়া দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি।
কোতোয়ালি থানা পুলিশের ওসি মোজাফ্ফর হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গৃহবধূর শরীরের ১২-১৫ শতাংশ পুড়ে গেছে। তাকে হাসপাতালে রাখা হয়েছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডিটাইপ সংবাদের লেখক হতে পারেন আপনিও। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা, ভ্রমণ অভিজ্ঞতা, ক্যাম্পাসের খবর, তথ্যপ্রযুক্তি, বিনোদন, শিল্প-সংস্কৃতি ইত্যাদি বিষয়ে লেখা পাঠান: bdtype@gmail.com ই-মেইলে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন