লেবাননে দুই ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনী। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
লেবানিজ সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, আরসাল শহরের একটি বাড়িতে জঙ্গি কার্যক্রম পরিচালনা করার সময় তাদের গ্রেপ্তার এবং অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তারা দুজনেই সিরিয়ান নাগরিক।
এর আগে আরসাল শহরে অভিযান চালিয়ে আইএসআইএস (আরবিতে সংক্ষেপে দায়েশ বলা হয়)-এর ১৮ জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর লেবাননের ইন্টিলিজেন্স বাহিনী আরসালে বেশ কিছু সন্দেজভাজনদের ওপরে নজরদারি করেন। তাদের আনুসরণ করেই শনিবার আরো ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
২০১৭ সালে আইএসআইএস (দায়েশ) ও জাভাত ফাতাহ আল শামের সঙ্গে আরসাল শহরে লেবানন সেনাবাহিনীর তুমুল যুদ্ধ হয়। জঙ্গিরা যুদ্ধে পরাজয় বরণ করে সিরিয়ায় পালিয়ে যায়। এরপর ওই দুই সন্ত্রাসী গোষ্ঠী বৈরুত ও অন্যান্য এলাকায় ধারাবাহিকভাবে আত্মঘাতী বোমা হামলা চালায়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন