ওয়াহিদার ওপর হামলার প্রধান আসামি আসাদুল হাসপাতালে

ওয়াহিদার ওপর হামলার প্রধান আসামি আসাদুল হাসপাতালে

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করা মূল আসামি আসাদুল হককে (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ২য় তলার ১ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রংপুর মেডিক্যাল কলেজের পরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।তিনি র‍্যাবের হেফাজতে থাকা অবস্থায় জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। রংপুর মেডিক্যাল কলেজে র‍্যাবের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

এদিকে এ ঘটনার অপর দুই আসামি রংমিস্ত্রী নবিরুল ও সান্টুকে আদালতে নেওয়া হচ্ছে। তাদের দিনাজপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসুর আদালতে হাজির করা হবে। সেখানে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ।

এর আগে গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর)  দিনগত রাত দেড়টার দিকে র‍্যাব-১৩ তাদের দুজনকে ঘোড়াঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। মূল আসামি আসাদুল চিকিৎসাধীন থাকায় তাকে হস্তান্তর করেনি র‍্যাব।  

মন্তব্যসমূহ (০)


Lost Password