করোনার আতঙ্কে ছোট্ট মেয়েকে হত্যা করলেন মা

করোনার আতঙ্কে ছোট্ট মেয়েকে হত্যা করলেন মা

ব্রিটেনে করোনার ভয়ে পাঁচ বছরের মেয়েকে কুপিয়ে খুন করেছেন না। সুথা সিভান্থাম নামের এক ভারতীয় নারী সম্প্রতি এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছেন। অভিযুক্ত মাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। শিশু হত্যার দায়ে তাকে দোষী স্বাব্যস্ত করেছেন আদালত। পুলিশকে সুথা সিভান্থাম জানান, করোনার প্রভাব বেড়ে যাওয়ায় আতঙ্কে ছিলেন তিনি এছাড়াও লকডাউন থেকে মানসিক অবসাদেও ভুগছিলেন তিনি। নিজে করোনা আক্রান্ত হয়ে মেয়েটির কী হবে? এ চিন্তায় ভেঙে পড়েছিলেন সুভা।

তারপরই মেয়েক খুনের সিদ্ধান্ত নেন। পুলিশ সংবাদমাধ্যমকে জানায়, পাঁচ বছরের শিশুটিকে ১৫ বার কুপিয়ে খুন করেন ওই নারী। শিশুটির বুক, তলপেট আর ঘাড়ে আঘাত করা হয়। মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত আঘাত চলতে থাকে। নিজের পেটেও ছুরি দিয়ে আঘাত করেছিলেন সুভা।

প্রতিবেশী পুলিশকে খবর দিলে তারা এসে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার বিরুদ্ধে মেন্টাল হেলথ অ্যাক্টের ৩৭ ও ৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আদালত থেকে মানসিক চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password