চলতি মাসেই আসছে আইফোন
সিরিজের নতুন ফোন আইফোন ১৩। আগামী ১৪ সেপ্টেম্বর একটি ভার্চুয়াল ইভেন্টে আমেরিকান টেক
জায়ান্ট কোম্পানি অ্যাপল নতুন এই মোবাইলটি সবার সামনে নিয়ে আসছে। ইভেন্টটিতে এবার চারটি
নতুন আইফোন দেখা যাবে।
ওইদিন আইফোন ১৩ ছাড়াও
অ্যাপেলের সেভেন সিরিজের স্মার্ট ওয়াচ আনুষ্ঠানিকভাবে বাজারে আনা হবে। অ্যাপল আইটি
পার্ক থেকে ইভেন্টটি কোম্পানির ওয়েবসাইট থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে,
আইফোনের নতুন সিরিজে আগের চেয়ে সবচেয়ে বেশি আপগ্রেড আনা হবে।
চলতি বছরের জানুয়ারিতে
আইফোন ১২ সিরিজের ফোন সর্বাধিক বিক্রি হয়েছে। কিন্তু এর ফিচারগুলো নিয়ে সন্তুষ্ট নন
ব্যবহারকারীরা। তাদের মধ্যে আইফোনের নতুন সিরিজ নিয়ে গুঞ্জন উঠেছে। শোনা যাচ্ছে, নতুন
আইফোনে ‘ম্যাট ব্ল্যাক’ অপশন রাখা হবে। এতে ‘ম্যাট ব্ল্যাক’ চালুর মাধ্যমে দেখা মিলবে
উন্নত পোট্রেট মোডের।
পরিবর্তন আসছে নতুন আইফোনের
ক্যামেরায়। আইফোন ১২ সিরিজ ব্যবহারকারীরা ক্যামেরা নিয়ে সন্তুষ্ট নন। তাই ব্যবহারকারীদের
কথা মাথায় রেখে নতুন সিরিজের ক্যামেরায় আনা হচ্ছে ব্যাপক পরিবর্তন। আইফোন ১৩ সিরিজের
ক্যামেরা হবে আরো উন্নত মানের।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন