লাফিয়ে বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা

লাফিয়ে বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা

বরিশালে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। বরিশাল জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ৬৫ জন রোগী ভর্তি হয়েছেন। রোববার সকাল পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৮৫ জন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, বরিশাল জেনারেল হাসপাতালের ৪ শয্যাবিশিষ্ট ডায়রিয়া ওয়ার্ডে রোগীদের স্থান দিতে না পেরে তৈরি করা হয়েছে অস্থায়ী প্যান্ডেল। রোগীর সংখ্যা দিন দিন বাড়তে থাকায় প্যান্ডেলের মধ্যেও স্থান সংকট শুরু হয়েছে। চলতি মাসে পৌনে ৮শ' রোগী চিকিৎসা নিয়েছেন।

এছাড়া ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া যাচ্ছে। তাদের আলাদা করে চিকিৎসা দেওয়া হলেও স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন হাসপাতালের চিকিৎসক-সেবিকাসহ কর্মরতরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password