বরিশালে পালস অক্সিমিটার কিনতে ঘর থেকে বের হয়ে মোবাইল কোর্টের মুখোমুখি হয়েছেন করোনা আক্রান্ত এক ব্যাংক কর্মকর্তা। শুক্রবার (২ জুলাই) বিকেলে নগরীর নথুল্লাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।
পরে তাকে ঘটনাস্থলেই অপেক্ষমাণ রেখে অক্সিমিটার কিনে এনে দেয়া হয় এবং সেইসাথে তাকে ঘর থেকে বের না হয়ে পরবর্তী যেকোনও প্রয়োজনে ৩৩৩-তে কল করতে বলার জন্য জানানো হয়। করোনা আক্রান্ত ওই ব্যাক্তির নাম মেহেদি হাসান। তিনি রুপালী ব্যাংকের সাগরদি ব্রাঞ্চের কর্মকর্তা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, করোনা আক্রান্ত ব্যাক্তিকে মোবাইল নম্বর দেয়া হয়েছে পরবর্তী যেকোনো ধরণের সহযোগিতার জন্য। আর অক্সিমিটার কিনে দেয়ার পর ওই ব্যাংক কর্মকর্তা বাড়ি ফিরে গেছেন বলেও জানান তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন