শুক্রবার গভীর রাত ২টার দিকে নেপালের পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি। গভীর রাতে আকস্মিকভাবে এ ঘোষণা দিয়ে তিনি বলেন, আগামী নভেম্বরে নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এক বিবৃতিতে বিদ্যা দেবী ভান্ডারি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি কিংবা বিরোধী নেতা শের বাহাদুর দেউবা—কেউই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেননি। এই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ২১ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।
সে সময় অতিক্রান্ত হয়েছে। আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের এবং ১৯ নভেম্বর দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকারপ্রধান কে পি শর্মা ওলির মন্ত্রিসভার সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
তথ্যসূত্র: রয়টার্স
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন