একদিনে সর্বোচ্চসংখ্যক মানুষের করোনায় আক্রান্ত হওয়ার রেকর্ড গড়েছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে গতকাল শুক্রবার নতুন করে ৫৯৪ জন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত মানুষের সংখ্যা এখন ২ হাজার ৯৩১ জন—চীনের পর যা সর্বোচ্চ।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (কেসিডিসি) শনিবার এসব তথ্য জানিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও ওরেগন অঙ্গরাজ্যে বেশ কিছু নতুন করোনা আক্রান্তের খবর নিশ্চিত হওয়া গেছে, যার উৎস অজানা।
দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি কোভিড-১৯ রোগে আক্রান্তের ঘটনা ঘটেছে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দায়েগুতে। ওই শহরকে দক্ষিণ কোরিয়ার করোনাভাইরাসের বিস্তারকেন্ত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেশটিতে করোনা আক্রান্ত অধিকাংশই ক্রিশ্চিয়ান গ্রুয শিনচেওঞ্জি চার্চের সঙ্গে সংশ্লিষ্ট।
কর্তৃপক্ষ ধারণা করছে দায়েগুতে সেবা দেওয়ার সময় ওই চার্চের সদস্যরা একে অপরের দ্বারা প্রাণঘাতী এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। তারপর তা গোটা দেশে ছড়িয়েছে। দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, চার্চের ৬১ বছর বয়সী এক সদস্য প্রথমবারের মতো এই ভাইরাসে আক্রান্ত হন। সেখানে এখন তদন্ত চলছে।
চীনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২৭ জন। দেশটিতে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ২৫১ জন। বিশ্বের অন্তত ৫৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। চীনের মূল ভূখণ্ডের বাইরে অন্তত ৮৭ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯২৭ জন।
বিডিটাইপ সংবাদের লেখক হতে পারেন আপনিও। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা, ভ্রমণ অভিজ্ঞতা, ক্যাম্পাসের খবর, তথ্যপ্রযুক্তি, বিনোদন, শিল্প-সংস্কৃতি ইত্যাদি বিষয়ে লেখা পাঠান: bdtype@gmail.com ই-মেইলে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন