করোনার তৃতীয় ঢেউ রাশিয়ায়

করোনার তৃতীয় ঢেউ রাশিয়ায়

রাশিয়ায় করোনাভাইরাসের তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ছে বলে মঙ্গলবার জানিয়েছেন দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তা। মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ৪৫ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। 

গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আগামী গ্রীষ্মের আগে রাশিয়া হার্ড ইমুউনিটিতে পৌঁছে যাবে এবং মহামারি সংক্রান্ত বিধিনিষেধ তুলে ফেলা যাবে। ইতোমধ্যে কিছু অঞ্চল স্বাভাবিক করা হয়েছে।  

তাস নিউজ এজেন্সি দেশটির উপ স্বাস্থ্যমন্ত্রী তাতিয়ানা সেমইয়োনোভাকে উদ্ধৃতি দিয়ে বলেছে, দুঃখজনকভাবে করোনার আক্রমণ এতটাই বেড়েছে যে আমরা তৃতীয় ঢেউয়ের কথা বলতে বাধ্য হচ্ছি।

রাশিয়া ডিসেম্বরে দেশ জুড়ে বড় আকারে টিকাদান প্রক্রিয়া শুরু করে। গত সপ্তাহে পুতিন জানিয়েছেন, ১৪৫ মিলিয়ন জনসংখ্যার মধ্যে ইতোমধ্যে ৪৩ লাখ মানুষ করোনার দ্বিতীয় ডোজ নিয়েছেন। 

মঙ্গলবার রাশিয়া জানায়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ২৭৭ জন নতুন করে শনাক্ত হয়েছে।  এর মধ্যে মস্কোতেই ১২৯১ জন। পাশাপাশি ২৪ ঘণ্টায় দেশটিতে ৪০৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৪২ জন।

মন্তব্যসমূহ (০)


Lost Password