নওগাঁর পোরশা উপজেলায় জাতীয় আদিবাসী পরিষদ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁর পোরশা উপজেলায় জাতীয় আদিবাসী পরিষদ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁর পোরশা উপজেলায় জাতীয় আদিবাসী পরিষদ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৬ এপ্রিল শুক্রবার সকাল ১২টায় ছাওড় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ধিরেন লাকড়ার সভাপতিত্বে জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ধিরেন উরাও সভাপতি আইচন পাহান সাধারণ সম্পাদক এবং নিতাই পাহান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে পোরশা উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা। বিশেষ অতিথি জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক নওগাঁ জেলা নরেন চন্দ্র পাহান, জাতীয় আদিবাসী পরিষদ চাপাইনবাবগঞ্জ সভাপতি বিচিত্রা তির্কী, জাতীয় আদিবাসী পরিষদ পোরশা সাবেক সভাপতি মাহিন্দ্র পাহান, জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর সাধারন সম্পাদক যোগেশ উরাও, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নবদ্বীপ লাকড়া, আদিবাসী যুব পরিষদ নওগাঁ জেলা সভাপতি মার্টিন মুর্মু, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান।

জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর সাধারণ সম্পাদক অজিত পাহান, জাতীয় আদিবাসী পরিষদ সাবেক সাধারন সম্পাদক রামলাল কেরকেটা, জাতীয় আদিবাসী পরিষদ পোরশা সদস্য সচিব আইচন পাহান,আদিবাসী ছাত্র পরিষদ পত্নীতলা সভাপতি সুজিত পাহান, আদিবাসী ছাত্র পরিষদ পোরশা সভাপতি নিরেন পাহান এছাড়াও জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী যুব পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।বক্তারা, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবি জানান।

মন্তব্যসমূহ (০)


Lost Password