আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে খুলতে যাচ্ছে দেশের সব পর্যটনকেন্দ্র। অবশেষে করোনা মহামারির প্রকোপ রোধে দেশজুড়ে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলছে সকল পর্যটনকেন্দ্র। এই খাতের সাথে সংশ্লিষ্টদের বলা হয়েছে, পর্যটকসহ সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং মানতে হবে স্বাস্থ্যবিধি। এই ঘটনায় হোটেল-মোটেল, রেস্তোরাঁ, সরকারি-বেসরকারি পর্যটনকেন্দ্রগুলোতে কর্মরত মানুষদের ব্যস্ততা দেখা গেছে। দীর্ঘদিন পর্যটকশূন্য থাকায় মারাত্মক আর্থিক সংকট দেখা দেয় উক্ত খাতের সাথে জড়িতদের। অবশেষে তাদের মধ্যে খুশির আমেজ দেখা গেছে।
সেই সাথে দেশজুড়ে চলতে শুরু করেছে শতভাগ গণপরিবহন। এই ক্ষেত্রে নির্দেশনা দেওয়া আছে যে, আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না এবং দাঁড়িয়ে কোনো যাত্রী বহন করা যাবে না এবং ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রযোজ্য হবে না। গত ১১ আগস্ট থেকে শতভাগ যাত্রী নিয়ে অর্ধেক গণপরিবহন চলাচল শুরু করেছিল। আজ থেকে শতভাগ গণপরিবহন চলবে। এই ক্ষেত্রে মাস্ক পরিধান করা, যাত্রা শেষে বসার সিট থেকে শুরু করে সব স্থানে জীবানুনাশক স্প্রে করা, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে বিটিআরসি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন