অটোরিকশার উপর ভেঙে পড়ল গাছ

অটোরিকশার উপর ভেঙে পড়ল গাছ

সিরাজগঞ্জের কামারখন্দে যাত্রীবাহী চলন্ত অটোরিকশায় গাছ ভেঙে পড়ে শরীফুল ইসলাম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।এ ঘটনায় অটোরিকশাচালকসহ আহত হয়েছেন আরও ২ জন।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কামারখন্দ-বেলকুচি আঞ্চলিক সড়কের জামতৈল কৃষি কারিগরি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত শরীফ উল্লাপাড়া উপজেলার তেঁতুলিয়া গ্রামের সাইদুর রহমান খানের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংক রায়দৌলতপুর শাখার পিয়ন কর্মরত ছিলেন।

আহতরা হলেন, কামারখন্দ উপজেলার চৌবাড়ী গ্রামের মৃত এনতাজ মোল্লার ছেলে অটোরিকশারচালক হাবিবুর রহমান মণ্ডল (৪০) ও বেলকুচি উপজেলার দেলুয়াকান্দি গ্রামের সুলতান সরকারের ছেলে আশরাফুল সরকার (৩০)। 

কামারখন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার হামিদুল ইসলাম জানান, জামতৈল কৃষি কারিগরি কলেজের সামনের একটি বাবলা গাছের গোঁড়ার মাটি বৃষ্টির কারণে আগে থেকে সরে গেছে। সন্ধ্যায় সিরাজগঞ্জ থেকে বলরামপুরগামী যাত্রীভর্তি অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে সামান্য বাতাসে চলন্ত গাড়ির উপর গাছটি উপড়ে পড়ে। এতে অটোরিকশারচালকসহ তিনযাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শরীফুলকে মৃত ঘোষণা করেন।

ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীমুল ইসলাম বিডিটাইপকে বলেন, দুর্ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে শরীফুল রাস্তায়ই মারা গেছেন। আহত বাকি দুই জনের মধ্যে অটোরিকশাচালক হাবিবুরের অবস্থা আশঙ্কাজনক।

মন্তব্যসমূহ (০)


Lost Password