বর্ষসেরার যে কোনো লড়াইয়ের ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি থাকবেন এটা পরিচিত দৃশ্য। এবার ধারাটা পাল্টা গেল। উয়েফার বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই হয়নি বর্তমান বিশ্বের সেরা দুই ফুটবলারের। এই দুজনকে ছাড়াই বুধবার প্রকাশ করা হয়েছে উয়েফার সেরা তিন ফুটবলারের নাম।
সেরার লড়াইয়ে প্রত্যাশিতভাবেই আছেন বায়ার্ন মিউনিখের জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার। তার দুর্দান্ত পারফরম্যান্সের ওপর দাঁড়িয়ে গেল মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে বাভারিয়ানরা। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তারই বন্ধু ও সতীর্থ রবার্ট লেভানডফস্কি।
মনোনয়ন পেয়েছেন ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে। কিন্তু কোথাও নেই মেসি কিংবা রোনালদো। উয়েফার সংক্ষিপ্ত তালিকায় তাদের কারোরই ঠাঁই না পাওয়ার ঘটনা দশ বছরের মধ্যে এবারই প্রথম। গত দশ মৌসুমের মধ্যে নয়বারই তালিকায় ছিলেন রোনালদো। মেসি ছয়বার।
চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমে আট ম্যাচে তিনটি গোল করেছেন মেসি। একই অবস্থা রোনালদোরও। সেখানে লেভানডফস্কি গোল করেছেন ১৫টি। যা বিদায়ী মৌসুমে টুর্নামেন্টে সর্বোচ্চ গোল। উয়েফার বর্ষসেরার দৌড়ে ভালোভাবেই এগিয়ে আছেন তিনি। আর রেকর্ড ক্লিনশিট নিয়ে আশা জাগিয়েছেন গোলরক্ষক ন্যুয়ার।
গত বছর উয়েফার বর্ষসেরার পুরস্কার পেয়েছেন লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। তার দুর্দান্ত পারফরম্যান্সে ষষ্ঠবারের মতো ইউরোপের রুপালি ট্রফি জিতেছিল অল রেডরা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন