যেভাবে মারা গেলেন হেফাজতে ইসলামের আমির বাবুনগরী

যেভাবে মারা গেলেন হেফাজতে ইসলামের আমির বাবুনগরী

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী (৬৭) আজ বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। জানা যায়, আজ সকাল ১১টার হঠাৎ দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রামে নেয়া হয়। দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তির আধা ঘণ্টা পর তার মৃত্যুর খবর নিশ্চিত করে কর্তব্যরত ডাক্তার ইব্রাহিম।

এখন তাকে হাসপাতাল থেকে হাটহাজারী মাদ্রাসায় তাকে নিয়ে যাওয়া হবে। সেখানে প্রথম জানাযা হওয়ার পর তাকে ফটিকছড়িতে তার জন্মস্থান বাবুনগর গ্রামে দ্বিতীয় জানাযার জন্য নিয়ে যাওয়া হবে। উল্লেখ্য, তিনি হেফাজতের ইসলামের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর পর তিনি হেফাজতের নতুন আমির হন। এরপর সেই কমিটি ভেঙ্গে নতুন কমিটি দিলে সেখানেও তিনি হেফাজতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password