২০২১ সালে
অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন বিশিষ্ট অর্থনীতিবিদ। তাঁরা হলেন অর্থনীতিবিদ ডেভিড কার্ড,
জোসিয়া ডি অ্যাংরিস্ট এবং গুইদো ডব্লিউ ইমবেনস। লেবার-অর্থনীতিতে বিশেষভঅবে অবদান রাখায়
নোবেল পুরস্কার দেওয়া হয় ডেভিড কার্ডকে। বাকি দুজন পেয়েছেন কার্যকরণ সম্পর্ক বিশ্লেষণে
অবদান রাখার জন্যে। ১১ অক্টবর বাংলাদেশ সময় বিকাল ৩ টা ৫৫ মিনিটে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি
এ তিনজনকে নোবেল ২০২১ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কারের ঘোষণা দেন।
ডেভিড কার্ড এ পুরস্কারের ৫০% এবং অ্যাংরিস্ট ও ইমবেনস দুজনে মিলে পাবেন বাকি ৫০% অর্থ। ডেভিড কার্ড হলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক। বাকি দুজন হলেন স্টানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অ্যান্ড কলেজের অর্থনীতির অধ্যাপক।
উল্লেখ্য নোবেল পুরস্কার দেওয়া হয় ১৯০১ সাল থেকে। তবে অর্থনীতিতে
এ পুরস্কার দেওয়া হয় ১৯৬৯ সাল থেকে। আলফ্রেড নোবেল যে ৫ টি বিভাগে নোবেল দেওয়ার কথা
বলে ১৮৯৫ সালে তাঁর সম্পত্তি উইল করে গেছেন, সেগুলো হলো চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য
ও শান্তি। পররর্তীতে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংকের ইচ্ছেতে অর্থনীতিকেও এ পুরস্কারের আওতায়
আনা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন