২০২০ সালে বিশ্বজুড়ে সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপ নির্বাচিত হয়েছে টিকটক।পূর্বে এ জায়গায় অধিপত্যে ছিল ফেসবুক।
বর্তমানে ফেসবুক,মেসেঞ্জারকে পিছনে ফেলে এই ভিডিও শেয়ারিং বিনোদনমূলক ক্ষুদ্র অ্যাপটি পৌঁছে গিয়েছে শীর্ষে -এমনটিই জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। টিকটক ডাউনলোড করা হচ্ছে এশিয়া সহ প্রায় গোটা পৃথিবীতেই। এখন পর্যন্ত টিকটক অ্যাপটি ডাউনলোড করা হয়েছে ১ বিলিয়নের ও অধিক সংখ্যক বার।এর জনপ্রিয়তা মূলত তরুনদের মধ্যে শুরু হলেও এখন তা ছড়িয়ে পড়ছে সব বয়সী এবং সব শ্রেনির মানুষের মধ্যে।তবে নানা ধরনের সমালোচনা, তর্ক বিতর্কের মুখেও বারবার পড়তে হচ্ছে অ্যাপটিকে।
টিকটক বাদেও বাকি শীর্ষ ৪ টি অ্যাপগুলো হচ্ছে - ফেসবুক,হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম এবং মেসেঞ্জার।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন