আজ বিশ্ব আদিবাসী দিবস
বিশ্বের আদিবাসী জনগনের অধিকার এবং সচেতনতা বাড়াতে প্রতিবছর ৯ আগষ্টকে সারা বিশ্বে আদিবাসী মানুষের জন্য আন্তর্জাতিক দিবস হিসাবে পালন করা হয় । এই দিবসটি পরিবেশগত ভাবে সুরক্ষার জন্য বিশ্বব্যাপী বিভিন্নধরনের সমস্যাগুলির সমাধানের জন্য ও উন্নয়নের জন্য যে অবদান রেখে চলেছে তার অর্জন ও অবদানকে স্বীকৃতি দেয়ার জন্য পালিত হয় ।
এটি ১৯৮২ সালের ডিসেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম প্রস্তাবনা আকারে আলোচিত হয় ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে এবং ১৯৯৪ সালে মানবাধিকার প্রচার ও সুরক্ষা বিষয়ক সাব-কমিশনের আদিবাসী জনসংখ্যার উপর প্রথম সভার দিন তা দিবস হিসাবে পালনের জন্য সিদ্ধান্ত হয় । ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর একটি রেজুলেশনের মাধ্যমে জাতিসংঘ সাধারন পরিষদেই সিদ্ধান্ত গৃহীত হয় যে, প্রতিবছর বিশে^র সকল আদিবাসীদেও আন্তর্জাতিক দশকের সময় পালক করা হবে ।
এবারের বিশ্ব আদিবাসী দিবসের মূল উপপাদ্য বিষয় হলো ” কাউকে পিছনে না রেখে, আদিবাসী জনগন ও একটি নতুন সামাজিক চুক্তির আহবান” ”““Leaving no one behind: Indigenous peoples and the call for a new social
contract.” | আদিবাসীদের নিজস্ব জীবনধারা রয়েছে এবং তাদের জীবনের ও সমাজের যে আলাদা বৈচিত্রতা রয়েছে তার স্বীকৃতি প্রদানের একটি বিষয় রয়েছে ।
সারা বিশ্বেই কোন না কোন ভাবে আদিবাসী জনগোষ্ঠি বিভিন্ন দিক দিয়ে শোষিত বঞ্চিত ও লাঞ্ছনার শিকার । বাংলাদেশে আদিবাসী হিসাবে সংবিধানে স্বীকৃতি না দিলেও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসাবে উল্লেখ করা হয়েছে যা বাংলাদেশের আদিবাসী জনগন তা সম্পূর্নভাবে মেনে নিতে পারছেনা । তাদের কথা হলো আমার আমাদেরকে যেভাবে ডাকতে বা বলতে পছন্দ করি সেভাবেই বলার বা পরিচিতি পাবার অধিকার রাখে তাই তারা আদিবাসী হিসাবে স্বীকৃতি প্রদানের জন্য দাবী নিয়ে আসছে সবসময়ই ।
অর্থনীতিবিদ অধ্যাপক ডঃ আবুল বারকত গত মাসে ”পলিটিক্যাল ইকোনমিক অফ আনপিপলিং অফ ইনডিজিনাস পিপলস, দা কেইস অফ বাংলাদেশ” শিরোনামের এক গবেষনায় করে গ্রন্থ প্রকাশ করে । সেখানে তিনি লিখেছেন, বাংলাদেশ সরকার ২২ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে স্বীকার করেনা । ২৭টি নৃ-গোষ্ঠীকে স্বীকার করা হলেও বাস্তবে দেশের ৪৮ জেলায় ৪৯টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস আর তাদের মোট জনসংখ্যা সব মিলিয়ে ৫০ লক্ষ যদিও সরকারী হিসাবে আছে ২৫ লক্ষ মাত্র । গবেষনায় তিনি উল্লেখ করেন গত ৬৪ বছওে সমতলের ১০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই লক্ষ দুই হাজার ১৬৪ এহর জমি কেড়ে নেয়া হয়েছে যার দাম প্রায় ১০ হাজার কোটি টাকার সমপরিমান ।
আজকের এই আদিবাসী দিবসে বাংলাদেশের সকল আদিবাসীসহ বিশে^র সকল আদিবাসী তাদের অধিকার সুরক্ষায় সকল ধরনের সহযোগিতা নিশ্চিত হোক এবং অধিকার প্রতিষ্ঠিত হোক এ কামনা করি ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন