মার্কিন যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে প্রেসিডেন্ট জো বাইডেনকে বিশেষ পরামর্শ দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইসলামিক সন্ত্রাসবাদের হাত থেকে যুক্তরাষ্ট্রকে নিরাপদে রাখতে হলে তার শাসনামলের মতো করেই নির্দিষ্ট কয়েকটি মুসলিম দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে হবে।
স্থানীয় সময় গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি এই দাবি করেন। এতে ট্রাম্প বলেন, ইসলামিক সন্ত্রাসবাদের হাত থেকে যদি যুক্তরাষ্ট্রকে নিরাপদে রাখতে হয়, তাহলে নির্দিষ্ট কয়েকটি মুসলিম দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করা উচিত প্রেসিডেন্ট জো বাইডেনের।
একইসঙ্গে এখানে যারা আসতে চায়, তাদেরকে আরও বেশি পরীক্ষা-নিরীক্ষা করা এবং অভিবাসন ইস্যুতে আমার মতো সফল ভাবে বিধিনিষেধও জারি রাখা উচিত।ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পদে সাবেক হয়েও যেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিয়ে চিন্তায় ঘুম আসছে না তার। আর তাই তো নিজে থেকে প্রেসিডেন্ট বাইডেনকে উপদেশ দেওয়ার মাঝে শান্তি খুঁজছেন তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন