অদ্য ২৫/০৭/২০২১ খ্রিঃ (রবিবার) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের দুই মাদক ব্যাবসায়ীর আটকের বিষয়ে প্রদানকৃত বিবৃতি পাঠকদের উদ্দেশ্যে হুবহু তুলে ধরা হলোঃ
২৪/০৭/২০২১খ্রিঃ অনুমান ১৯:৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের এসআই(নিঃ) শামীম, এসআই(নিঃ)/ সৌমেন দাস, উদ্দিন, এএসআই(নিঃ)/ ইমদাদুল হক, এএসআই(নিঃ)/২০৬ আমির হোসেন আমু, কনস্টেবল/৭৩৫ জীবন মিয়া, কনস্টেবল/১৪০৫ আব্দুল্লাহ আল মামুন, এএসআই(নিঃ)/ প্রদীপ কুমার সিংহ, কনস্টেবল/৯০৩ নজরুল ইসলাম, কনস্টেবল/৮২৪ আবু সুফিয়ান, কনস্টেবল/১৫৬৩ হাসান বক্স-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি মোগলাবাজার থানাধীন শিববাড়ী শ্রী শ্রী সর্ব্বানন্দ মন্দির রোডের প্রবেশ মুখে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মো. রুবেল আহমদ (৩২), পিতা- মৃত আব্দুল খালেক, মাতা- খায়রুন নেছা, সাং- পাঠানপাড়া (নতুন মসজিদের পাশে) থানা- মোগলাবাজার, জেলা- সিলেট এবং ২। আঙ্গুর হোসেন (৩২), পিতা- মৃত রফিক মিয়া, সাং- মোহাম্মদপুর, ইউ/পি- সুরমা, থানা- দোয়ারাবাজার, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- জৈনপুর, সিরাজ মিয়ার কলোনী, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট নামীয় দুই মাদক ব্যবসায়িকে ইয়াবাসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় যে, ১নং আসামী মো. রুবেল আহমদ (৩২) এর বিরুদ্ধে
১। এসএমপি এর কোতয়ালী মডেল থানার এফ আই আর নং-১৮/৯৪, তারিখ- ১৪ মার্চ, ২০১৯ ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রত বিচার) আইন, ২০০২ সংশোধনী ২০০৯,
২। এসএমপি এর মোগলাবাজার থানার এফ আই আর নং-৯/১৩৩, তারিখ- ২৭ ডিসে, ২০১৮, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৫০৬(২)/৪২৭ পেনাল কোড-১৮৬০; তৎসহ ৩/৪ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন,
৩। এসএমপি এর কোতয়ালী মডেল থানার এফ আই আর নং-৩, তারিখ- ০৩ অক্টে, ২০১৩, ধারা- ৩৯২ পেনাল কোড-১৮৬০ মামলায় গুলো রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকা সহ সিলেট শহরের বিভিন্ন এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে। উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন