বুধবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখাতে এসে অপেক্ষায় থাকাবস্থায় গলার স্বর্ণের মালা কৌশলে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে দুই নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
পুলিশ ১৮ ঘণ্টার মধ্যে তদন্ত সম্পন্ন করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। হাসপাতাল ও থানা সূত্রে জানা যায়, উপজেলার রায়েদ ইউনিয়নের বড়হর মারুলিয়াপাড়ার জালালউদ্দিন বেপারীর স্ত্রী আম্বিয়া বেগম (৫৫) বুধবার দুপুরে তার পুত্র সেলিম বেপারী ও কন্যা হামিদাকে সঙ্গে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। হাসপাতালের ডাক্তার মামুনুর রহমানের সেবাপ্রার্থী বেশি হওয়ায় তারা নিবন্ধন করে চেম্বারের সামনে অপেক্ষা করছিলেন।
এ সময় অনেক লোকের ভিড়ের মাঝে কালো বোরকা পরিহিত দুই নারী আম্বিয়া বেগমের গলার চেইন টান দিয়ে ছিঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টের পেয়ে আশপাশের লোকজন সামছুন্নাহার (২৫) এবং নিলুফা বেগম (৩৫) নামে দুই নারীকে আটক করেন। পরে আম্বিয়ার পুত্র সেলিম বেপারী বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেন।
থানার এসআই মো. আনোয়ার হোসেন (তদন্ত) জানান, থানা হেফাজতে থাকা দুই নারী ছিনতাইকারীকে উপস্থিত লোকজনের সামনে জিজ্ঞাসাবাদ করলে তারা পরস্পর যোগসাজশে চুরি করে বলে জানায়। পরে ১৮ ঘণ্টার মধ্যে মামলার তদন্ত সমাপ্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন