বুড়িমাড়ীতে পিটিয়ে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় ইউপি মেম্বার গ্রেফতার

বুড়িমাড়ীতে পিটিয়ে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় ইউপি মেম্বার গ্রেফতার

লালমনিরহাটের বুড়িমাড়ীতে সহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় হাফিজুল ইসলাম নামে এক ইউপি মেম্বারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।গ্রেফতারকৃত হাফিজুল ইসলাম ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার। বৃহস্পতিবার রাতে বুড়িমারী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেলা ডিবি পুলিশের ওসি ওমর ফারুক বলেন, জুয়েল হত্যা, পুলিশের ওপর হামলা ও বুড়িমারী ইউনিয়ন পরিষদ ভবনে হামলার তিনটি মামলায় এজাহারভুক্ত আসামি হাফিজুল ইসলাম। শুধুমাত্র হত্যা মামলায় হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন পেয়েছেন তিনি। এরপর থেকেই পলাতক ছিলেন। পুলিশের ওপর হামলার মামলায় ১৪ নম্বর আসামি হিসেবে হাফিজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরো জানান, সহিদুন্নবী জুয়েল হত্যার ঘটনায় তিন মামলায় এখন পর্যন্ত ৪৮ জন গ্রেফতার হয়েছেন। এছাড়া ১২ জন স্বেচ্ছায় আত্মসমার্পণ করেছেন। তাদের মধ্যে হত্যা মামলায় ১৬ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়া হয়েছে। ঘটনার মূল হোতা আবুল হোসেন, মসজিদের খাদেম জোবেদ আলীসহ ছয়জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত বছরের ২৯ অক্টোবর রাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারের বাসকল এলাকায় সহিদুন্নবী জুয়েলকে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে পিটিয়ে হত্যা করা হয়। এরপর লাশ সড়কের উপর ফেলে পুড়িয়ে ফেলা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password