ইউপি মেম্বার ঢাকায় এসে চুরি করে রাতারাতি ফিরতেন বাড়ি

ইউপি মেম্বার ঢাকায় এসে চুরি করে রাতারাতি ফিরতেন বাড়ি

রাজধানীসহ কয়েকটি জেলায় চোর চক্রের নেতৃত্বে এক জনপ্রতিনিধি। অবিশ্বাস্য হলেও সত্য, মাদারিপুরের শিরখাঁড়া ইউনিয়নের ওই মেম্বার নিজের গাড়িতে ঢাকায় এসে চুরি করে আবার ফিরে যেতেন রাতারাতি।

২০ বছর ধরে এভাবে চুরি করে গেলেও ধরা যায়নি কাউকে। এবার গাড়ি চালকসহ চক্রের ২ সদস্য গ্রেফতার হলেও পালিয়েছে ওই মেম্বার।আজিজুল হক ফকির নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের নেতৃত্বে ২০ বছর ধরে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের তালা কেটে চলছিল চুরি। অবশেষে একটি প্রাইভেটকার ও তালা কাটার মেশিনসহ দুই চোরকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ।

শনিবার (৮ জুন) রমনা থানায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (রামপুরা জোন) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম। গত ২৪ মে গভীর রাতে হাইড্রোলিক কাটার দিয়ে রাজধানীর বনশ্রী এলাকায় লাজ ফার্মার তালা কাটে চোরচক্রের দুই সদস্য। চুরি করা হয় নগদ টাকাসহ বিভিন্ন ওষুধসামগ্রী।

প্রতিষ্ঠানটির অভিযোগের ভিত্তিতে ২১টি সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে রামপুরা ও মাদারীপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় চোর চক্রের দুই সদস্যকে। জব্দ করা হয় চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও তালা কাটার হাইড্রোলিক যন্ত্র। ‘পরে জানা যায়, ২০ বছর বিভিন্ন প্রতিষ্ঠানে চুরির নেতৃত্ব দিয়ে আসছিলেন মাদারীপুর সদরের শিরখাড়া ইউপি সদস আজিজুল হক ফকির। দুই জনকে গ্রেফতার করা গেলেও পলাতক রয়েছেন চোরের সর্দার ইউপি সদস্য’, যোগ করেন এই এডিসি।

রাশেদুল ইসলাম বলেন, ‘পদ্মা সেতু হওয়ার পর রাতে খুব সহজেই গাড়িতে ঢাকায় এসে চুরি করে ভোরে মাদারীপুর নিজ এলাকায় ফিরে যেতেন এই জনপ্রতিনিধি। মাদারীপুরের এই ইউপি সদস্যের বিরুদ্ধে রামপুরা ও আশপাশের এলাকায় চুরির অভিযোগে ১৩টি মামলা রয়েছে।’ তিনি আরও জানান, গ্রেফতারকৃত দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন করে রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মন্তব্যসমূহ (০)


Lost Password