RMG সেক্টরে বাংলাদেশকে টপকে দিল ভিয়েতনাম

RMG সেক্টরে বাংলাদেশকে টপকে দিল ভিয়েতনাম

রেডিমেড গার্মেন্টস শিল্পে ২০২০ সালে ২য় স্থান অর্জন করেছে ভিয়েতনাম।২০১৯ সালের চাইতে তাদের ২০২০ এ প্রবৃদ্ধি ছিল ০.৮% অন্যদিকে একই সময়ে বাংলাদেশের প্রবৃদ্ধি আগের বছরের চাইতে কমেছে ০.৭%-০.৮%। অন্যদিকে প্রথম স্থানে এখনো রয়েছে চীন। তবে কোভিড-১৯ সহ লকডাউন,শ্রমিকদের ভোগান্তি সহ নানা দিক বিবেচনা করলে বাংলাদেশ শীঘ্রই ঘুরে দাঁড়াবে। রানা প্লাজা কান্ডের পর শ্রমিকদের নিরাপত্তার জন্য কারখানা পরিদর্শনের ফলে পোশাক শিল্প-প্রতিষ্ঠানের অধিকাংশ অর্থ সিকিউরিটি খাতে ব্যয় হওয়া,অর্ডার কমে যাওয়া,পণ্যের বৈচিত্রতা কমে যাওয়া,বাজারে তুলার দাম বৃদ্ধি,শ্রমিকের বেতন বৃদ্ধি সহ নানা কারনে আমরা পিছিয়েছি।

বাংলাদেশের পাট থেকে সুতা তৈরী,পুরাতন জামা কাপড় থেকে সুতা রিসাইক্লিং,কারখানার মান বাড়ানো,প্রোডাক্টে বৈচিত্র আনা,নতুন মার্কেট অনুসন্ধান এবং শুধু ব্যবসায়িক স্বার্থ বাদ দিয়ে শ্রমিকদের স্বার্থ অক্ষুন্ন রাখতে পারলে এ খাত শীঘ্রই ঘুরে দাড়াবে এতে সন্দেহ নেই। কোভিড এর মতো কঠিন সময়েও দেশের অর্থনীতিকে সামনে এগিয়ে নেয় RMG খাত। গার্মেন্টস কর্মী এবং এ খাত সংশ্লিষ্ট সকলকে দ্রুত কোভিড ভ্যাক্সিন প্রদান করে এ খাতের সচলতা বজায় রাখার কোন বিকল্প নেই।

মন্তব্যসমূহ (০)


Lost Password