করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশ ও ভারত সীমান্ত বর্তমানে বন্ধ।আর সীমান্ত বন্ধ থাকায় কলকাতার নিউমার্কেটসহ বিভিন্ন বাজারে বাংলাদেশি ক্রেতার অভাবে বেচাকেনায় ব্যাপক প্রভাব পড়েছে। সবমিলিয়ে তিন ঈদের মতো এবারও বাংলাদেশি ক্রেতাদের পদচারণা না থাকায় একসময় বাংলাদেশিদের কারণে মুখর হয়ে উঠা কলকাতার বাজারগুলো এখন অনেকটাই ক্রেতাশূন্য। বেচাবিক্রি না থাকায় হতাশ ব্যবসায়ীরা। তাদের ভাষায়,কোলকাতা নিবাসীরা আগে থেকেও বাংলাদেশীদের মত দু'হাতে কেনাকাটা করেন না। এভাবে চলতে থাকলে পেশা বদলে নিতে হবে বলেও আশংকা তাদের।
তাদের ভাষায়, “বাংলাদেশের ক্রেতাদের জন্য আমাদের এই নিউমার্কেট এলাকার দোকানপাট টিকে আছে। শুধু দোকানপাট কেন এখানকার হোটেলপাড়াও টিকে আছে বাংলাদেশের পর্যটকদের হাত ধরে। তারাই আমাদের মূল ক্রেতা। এখন বাংলাদেশি ক্রেতা নেই। বেচা কেনা হচ্ছে না আমরাও হতাশ।” অন্যদিকে,বাংলাদেশীরা ফিরলে অবস্থা স্বাভাবিক হবে বলে আশাবাসী অনেক ব্যবসায়ী। তাদের ভাষায়,ব্যবসায় লাভ লোকসান থাকবেই।এবং তাকে মেনে নিতে হবে। এরই মধ্যে নিউমার্কেট এলাকার অনেক ব্যবসায়ী অন্য পেশায় জড়িয়ে পড়েছেন।হোটেলপাড়ার রেস্তোরায় বেচাবিক্রি বন্ধ থাকায় এবং পর্যটক না থাকায় অনেক ব্যবসায়ী শেষ পুজি খাটিয়ে মানবেতর জীবনযাপন করলেও পশ্চিমবঙ্গ সরকার তাদের জন্য কিছু করছেনা বলেও অভিযোগ রয়েছে। অন্যদিকে কোভিড পরিস্থিতি আরো দীর্ঘতর হলে সামনে ব্যবসা করা অসম্ভব হয়ে পড়বে বলবে জানিয়েছেন ব্যবসায়ীরা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন