কাল থেকে নৌপথে ভাড়া বাড়ছে। তবে কত ভাড়া বাড়বে সেটা বিআইডব্লিউটিএ ও নৌ পরিবহন মালিকরা আলোচনা করে মন্ত্রণালয়কে জানাবে। এসব তথ্য জানিয়েছেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
রোজার ঈদে স্বাস্থ্যবিধি মেনে নৌ-পথে যাতায়াত করতে হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ।
বুধবার সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ে ঈদ ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিংয়ে এই কথা বলেন। এ সময় তিনি জানান, লঞ্চে ৫০ ভাগ যাত্রী নিয়ে বাধ্যতামূলকভাবে চলাচল করতে হবে। এছাড়া কোন লঞ্চ যদি স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তবে মালিকরা ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে মন্ত্রণালয়কে জানাবে বলে জানান তিনি।
সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে যাত্রীদের প্রয়োজন ছাড়া বের না হওয়ার আহ্বান জানান তিনি। তবে বাধ্য হয়ে যতি যেতেই হয়; তবে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের আহ্বান জানান তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন