ইন্টারনেট, যেটি ছাড়া বর্তমানে এক দিন কাটানো সম্ভব না। আর বর্তমানে এর ব্যবহার এতো বেশি হয় যে, সবাই আনলিমিটেড ব্যবহার করার জন্য Broad Band Connection নিয়ে থাকে। আপনি যখন, কোনো লোকাল ISP এর কাছ থেকে ব্রড ব্যান্ড সেবা নিতে চান, তখন তারা আপনাকে বিভিন্ন ইন্টারনেট প্যাকেজ দিবে।
যেমন, 500 টাকায় 6Mbps ,50 Mbps Bdix / অথবা 1000 টাকায় 15Mbps ,150 Mbps Bdix । এখানে, 6Mbps 500 টাকা অথবা 15Mbps 1,000 টাকা সেটা তো বুঝলাম।
কিন্তু এই BDIX আবার কি? এটিতে এতো বেশি স্পিড দেওয়া হয় কেনো। এটি কিভাবে তৈরি হয়।
এই সকল প্রশ্নের সহজ উওর যদি আপনি জানতে চান, তাহলে সম্পুন্ন টি পড়ুন।
*BDIX কি?*
প্রথমেই যে, প্রশ্নটি আসে সেটি হলো BDIX কি। BDIX হলো Bangladesh Internet Exchange । যেটি কিনা অনেক গুলো ISP বা Internet Service Provider মিলে তৈরি করা হয়েছে। এর প্রধান কাজ হলো, সব ISP এর User দের মধ্যে ডাটা শেয়ার করা। সব ISP বলতে, যেসব ISP , BDIX এর সদস্য তাদের মধ্য দ্রুত গতির ডাটা শেয়ার করার একটি মাধ্যম । এখানে ডাটা শেয়ার বলতে বুঝায় ফাইল ডাউনলোড, ভিডিও স্ট্রিমিং, ফাইল শেয়ার ইত্যাদি। সহজ ভাষায় বলতে, BDIX একটি IXP (Internet Exchange point) যেখানে আইএসপি গুলো সংযুক্ত হয়ে, একে অন্যের সাথে রাউটিং তথ্য ভাগ করতে পারে। যার দ্বারা তারা (আইএসপি) তাদের ডেটা অন্যান্য আইএসপিতে ভাগ করতে পারে। যেসব ISP গুলো BDIX এর সদস্যা । সেসব ISP গুলোর মধ্যে যদি FTP সার্ভার থাকে, তাহলে ISP গুলোর আন্ডারে যত ব্যবহারকারী আছে । তারা FTP এর সার্ভারে ঢুকে , অনেক দ্রুত ফাইল এক্সেস করতে পারে।
*BDIX এর কাজ কী ?*
এই BDIX এর কাজ কী, সেটি জানার জন্য আপনাকে প্রথমে জানতে হবে ,পৃথিবীর অনান্য সার্ভার কিভাবে কাজ করে। ধরুন সেটি , Youtube এর সার্ভার । এখন আপনি, যখন Youtube এ কোন ভিডিও প্লে করতে চান । তখন আপনাকে ওই ভিডিও এর উপর ক্লিক করতে হয়। আপনি যখন ওই ভিডিওতে ক্লিক করেন, তখন আপনার ওই Request টি আমারেকিায় থাকা Youtube এর সার্ভার এর কাছে যায়। যেটি কিনা বাংলাদেশ থেকে 13,000 কিলো মিটার এর থেকেও অনেক বেশি হয়ে থাকে। আর ওই Request টি, যে সরাসরি Youtube এর সার্ভার এর কাছে যায়, তেমন কিন্তু নয়। প্রথমে আপনার Request টি, আপনার wifi router থেকে Fiber cable দিয়ে আপনার Local ISP এর কাছ যাবে। এরপর আপনার ISP যেখান থেকে মূল সংযোগ এনেছে , সেই ISP এর কাছে যাবে ,ধরুন BTCL এর কাছে, এরপর BTCL এর সার্ভার ওই Request টি ফাইবার ক্যাবল এর সাহায্যে আমেরিকায় থাকা Youtube server এর কাছে পাঠাবে। এরপর যখন, Youtube এর সার্ভার ওই Request টি Accept করবে, তখন ওই সিগন্যালটি আবার Youtube এর সার্ভার থেকে আপনার ডিভাইস পযর্ন্ত আসবে। এরপর আপনার ওই Youtube Video টি প্লে হবে।
#তো বুঝতেই পারছেন, ইন্টারনেট এ কোন কিছু এক্সেস করতে হলে, অনেক গুলো ধাপ পেরোতে হয়। যা কিনা হয়ে থাকে মাত্র কয়েক ন্যানো সেকেন্ড এর মধ্যে।
আর তাই আমরা বুঝতে পারি না।
** এখন ভাবুন ওই সার্ভার যদি, বাংলাদেশের আশে-পাশে অথবা বাংলাদেশে থাকতো। তাহলে এটি আরো দ্রুত এক্সেস করা সম্ভব হয়তো। বলতে পারেন আরো ফার্স্ট হতো।
**ঠিক তেমনি ফাইল ডাউনলোড, শেয়ার , ভিডিও ,স্ট্রিমিং ও আরো বেশি ফার্স্ট হতো।
*BDIX তৈরির কারন:*
BDIX তৈরির প্রধান কাজ হলো , বাংলাদেশের থাকা ইন্টারনেট ব্যবহারকারীদের আরো দ্রুত গতিতে ফাইল এক্সেস এর সুবিধা প্রধান করা। এখানে ইন্টারনেট ব্যবহারকারী বলতে বুঝানো হয়েছে Local ISP এর Under এর User দের। কিন্তু অবশ্যই আপনার ISP কে BDIX এর সদস্যা হতে হবে। 2004 সালে গঠিত হয় BDIX । যার বর্তমানে সদস্য হলো 120 এর বেশি ISP ।
*BDIX কিভাবে কাজ করে?*
BDIX একটি IXP (Internet Exchange point) যেখানে আইএসপি গুলো সংযুক্ত হয়ে, একে অন্যের সাথে রাউটিং তথ্য ভাগ করতে পারে। যার দ্বারা তারা (আইএসপি) তাদের ডেটা অন্যান্য আইএসপিতে ভাগ করতে পারে। যেসব ISP গুলো BDIX এর সদস্যা । সেসব ISP গুলোর মধ্যে যদি FTP সার্ভার থাকে, তাহলে ISP গুলোর আন্ডারে যত ব্যবহারকারী আছে । তারা FTP এর সার্ভারে ঢুকে , অনেক দ্রুত ফাইল এক্সেস করতে পারে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন