টোকিও অলিম্পিক গেমসের পুরুষ ফুটবলের গ্রুপ পর্ব শেষ। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছে মেক্সিকো। তাদের সঙ্গে পরের ধাপে উঠেছে স্বাগতিক জাপান, ব্রাজিল, নিউ জিল্যান্ড, স্পেন, দক্ষিণ কোরিয়া, আইভরি কোস্ট ও মিশর। প্রথম পর্ব থেকেই বাদ পড়েছে ফেভারিট হিসেবে প্রতিযোগিতা শুরু করা জার্মানি, ফ্রান্স ও আর্জেন্টিনা।
‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মেক্সিকো। তারা খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। আর ফ্রান্সকে ৪-০ গোলে উড়িয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে জাপান। শেষ আটে তাদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানারআপ হওয়া নিউজিল্যান্ড।
ডি গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে সি গ্রুপের দ্বিতীয় হওয়া মিসর। সি গ্রুপ চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে ডি গ্রুপের দ্বিতীয় হওয়া আইভরি কোস্ট। কোয়ার্টারফাইনালের সবগুলো ম্যাচই হবে আগামী ৩১ জুলাই (শনিবার)।
রিফুর মিয়াগি স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলবে স্পেন ও আইভরিকোস্ট। কাশিমায় পরের ম্যাচ জাপান বনাম নিউ জিল্যান্ডের। সন্ধ্যায় ইয়োকোহামার নিশানকায় মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া ও মেক্সিকো এবং সাইতামা স্টেডিয়ামে ব্রাজিল খেলবে মিশরকে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন