কোমল পানীয় স্পিডের বোতলে চোলাই মদ ভরে বিক্রি করেন মোহাম্মাদ হোসেন (৩৮)। এমন গোপন সংবাদে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ১২ বোতল মদসহ তাকে গ্রেফতার করেন। সোমবার (১৫ মার্চ) দুপুরে থানায় মাদক আইনে মামলা দিয়ে তাকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ বলেন, ‘গ্রেফতারকৃত হোসেন নওগাঁর মঙ্গলপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের হবীরমোড় এলাকায় আবুল কালামের বাসায় ভাড়া থাকেন। আর চোলাই মদ কিনে সেখানেই স্পিডের বোতল ভরে বিক্রি করেন।
রোববার (১৪ মার্চ) রাতে মোহাম্মাদ হোসেনের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের ব্যাগে ১২টি স্পিডের বোতলে রাখা তিন লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃত হোসেনের বিরুদ্ধে মাদক আইনে আরও একটি মামলা রয়েছে।’
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন