নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলা শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারীর প্রথম প্রহর ১২.১ মিনিটে পলাশ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন পক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী, ভুমি সহকারী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধাসহ বিভিন্ন বিভাগীয় র্কমকর্তা ও কর্মচারি গণ।
এসময় ভাষা শহীদদের স্মরণে আরো পুস্পস্থবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, কারীল্লাহ্ সরকার । আরো শ্রদ্ধা ও পুস্পস্তবক নিবেদন করেন ঘোড়াশাল পৌর মেয়র আল্ মুজাহিদ তুষার, প্যনেল মেয়র কবির হোসেন এবং কাউন্সিলরগণ। পরে শ্রদ্ধা নিবেদনের জন্য আসেন পলাশ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুব লীগের নেতৃবৃন্দ। এদিকে আরো শ্রদ্ধা নিবেদন করেন পলাশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস মিয়া এবং অনান্য পুলিশের সদস্যবৃন্দ।
এদিকে ২১ এর ভোরে পলাশের শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে বিএনপি, জাতীয় পাটির নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান, পলাশ মুক্তিযোদ্ধা কমান্ডস, সামাজিক সংগঠন দুরন্ত পলাশ, সুশাসন এবং পলাশ সাহিত্য সংসদসহ সাংস্কৃতিক সংগঠন ও অনলাইন-প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন