ওয়াজ বন্ধের প্রতিক্রিয়ায় যা বললেন আজহারী

ওয়াজ বন্ধের প্রতিক্রিয়ায় যা বললেন আজহারী

প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে সিলেটের কানাইঘাটের মুকিগঞ্জে পূর্বনির্ধারিত ওয়াজ মাহফিলে যেতে পারছেন না এ সময়ের আলোচিত বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। ওয়াজ নিষিদ্ধ হওয়ার সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পর রাতে ফেনীতে এক  মাহফিলে বক্তব্য রাখেন মিজানুর রহমান আজহারী।

সেখানে তিনি বলেন, যারা না বুঝে কোরআনের প্রোগ্রাম বানচাল করতে চায়, তাদের এসে দেখা উচিত জনগণকে ভুল বুঝানোর দিন শেষ। জনগণ এখন অনেক সচেতন। কোরআনপ্রেমী জনতা কোরআন আর সুন্নাহ এই দুইটা ছাড়া কিছুই বোঝে না।

তিনি বলেন, আজকে এখানে আসেন, আমাদের সঙ্গে বসেন, দেখেন, আমরা কোরআনের বিপক্ষে ইসলামের বিপক্ষে কোনো কথা বলি না। আমাদের এ পবিত্র মঞ্চগুলো থেকে কোরআনের পক্ষে কথা হয়। আমাদের নবীর শানের ব্যাপারে কথা হয়।

সুতরাং যেখানে ইসলামের কথা হয়, কোরআনের কথা হয়, বিশ্বনবী (সা.) এর জীবনী নিয়ে কথা হয়, কোনো মুমিন ওইরকম কোনো বরকতময় মজলিশ বন্ধ করতে পারে না।

মন্তব্যসমূহ (০)


Lost Password