পরিসমাপ্তি থেকে শুরু

পরিসমাপ্তি থেকে শুরু

কলমেঃ অদিতি বসাক

মুহুর্তগুলোর প্রতিটিই কোনো না কোনো অধ্যায়ের হয়,,,,কিছু ফেলে আসা কিংবা আবার কিছু আগুন্তক ভবিষ্যৎতের।।।

কিন্তু কোনো অধ্যায়কে কখনওই পুরো কাব্য করে তুলতে নেই,,কারন একটা অধ্যায়ের পর নতুন অধ্যায় আসবে এটাই স্বাভাবিক,,বরং কাব্যের জন্যেই জীবন থমকে যায়,, ছেড়ে যাওয়া জিনিসের স্মৃতি আগলে রাখা যায় কিন্তু কাব্যের সাথে কখনওই সমঝোতা চলে না,,,

তাই প্রতিটি মানুষকে জীবনের একটি ক্ষুদ্র অধ্যায় হিসেবে গন্য করা উচিত।। কেননা একটি সম্পূর্ন কাব্য যখন হাড়িয়ে যায় তখনই ঘটে কবির আত্মমৃত্যু।।।
আত্মহুতির আগে আত্মসংকোচন উন্নত।।

...🍁

মন্তব্যসমূহ (০)


Lost Password