শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির নতুন তারিখ ঘোষণা

ঢাকা : বাংলাদেশে দফায় দফায় বাড়ছে সাধারণ ছুটি। তবে সাধারণ ছুটির চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ঘোষিত হল একটু আলাদাভাবে। পঞ্চম দফায় সাধারণ ছুটি ১৬ মে পর্যন্ত বাড়ানো হলেও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হল ৩০ মে পর্যন্ত।

বলা হয়েছে, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী রমজান ও ঈদের ছুটি শুর হয়ে গেছে। তাই একাডেমিক ক্যালেন্ডারের সাথে মিল রেখে ৩০ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) এ তথ্য জানা যায়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, সরকার ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। শিক্ষাপঞ্জি অনুসারে রোজা ও ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় আগামী ৩০ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা সচিব আরো বলেন, করোনা ভাইরাসের পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password