দিন যত যাচ্ছে বইমেলায় ততই ভিড় বাড়ছে। জমজমাট হতে চলেছে বইমেলা। মেলা শুরু থেকেই এবারের বইমেলায় বেশকিছু বই আলোচনায় এসেছে। নানান বিষয়ের ওপর লেখা এসব বইয়ের মধ্যে কিছু আছে সর্বাধিক বিক্রির তালিকাতেও।
পাঠকপ্রিয় হয়ে ওঠা এই বইগুলোর মধ্যে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বই, আছে উপন্যাস, বৈজ্ঞানিক কল্পকাহিনী ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বইসহ বিভিন্ন বিষয়ের উপর লেখা বই। জেনে নিন অমর একুশে গ্রন্থমেলা ২০২১–এর ১০টি আলোচিত বই সম্পর্কে।
১) কারাগারের রোজনামচা
লেখক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
প্রকাশক : বাংলা একাডেমি
দাম: ৪০০ টাকা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বড় একটি অংশ কেটেছে কারাগারে। জীবনের এই অধ্যায়টি তিনি সেখানে বসেই লিখে গেছেন। সেই লেখাই বই আকারে প্রকাশ করেছে বাংলা একাডেমি। বইয়ের নাম ‘কারাগারের রোজনামচা’। এই বইয়ে শুধু কারাগারের চিত্রই নয়, ফুটে উঠেছে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, পাকিস্তান সরকারের একনায়কোচিত মনোভাব ওঅত্যাচার-নির্যাতনের নানান চিত্র। ফুটে উঠেছে, একজন বন্দী বাবার আকুতি, সন্তানের প্রতি ভালোবাসা। দেশ ও মানুষের জন্যবঙ্গবন্ধুর ভাবনা, রাজনৈতিক দর্শন।
২) বন বালিকা
লেখক: মুহম্মদ জাফর ইকবাল
প্রকাশক: তাম্রলিপি
দাম: ৩০০ টাকা।
মানুষগুলো নিচু গলায় কথা বলছে এবং মিতুল তখন বনবিবি শব্দটা কয়েকবার শুনতে পেল। এই বাওয়ালিরা বিশ্বাস করেন বনবিবি এই সুন্দরবনের দায়িত্বে থাকে সব সময় সবাইকে দেখেশুনে রাখে। তাকে দেখে মানুষেরা মনে করছে সে বনবিবি হয়ে তাদের দেখা দিয়েছে। মিতুল নিঃশ্বাস বন্ধ করে বসে রইল। সে দেখতে পেল মানুষগুলো নিজেদের বোঝা থেকে কয়েকটা ফুল, কিছু কলা, একটা কলাপাতায় কিছু ভাত এরকম কিছু জিনিস গাছের নিচে রেখে মাথা নিচু করে কয়েকবার প্রণাম করল। একজনবিড় বিড় করে বলল- বনবিবি বনবিবি প্রণাম জানাই, তুমি বিনা আমাদের রক্ষা নাই।
৩. লাল সন্ত্রাস: সিরাজ সিকদার ও সর্বহারা রাজনীতি
লেখক: মহিউদ্দিন আহমদ
প্রকাশক: বাতিঘর
দাম: ৮০০ টাকা।
সত্তরের দশকের শুরুতে কয়েকটি বছর বাংলাদেশের ওপর দিয়ে বয়ে গেছে প্রচণ্ড এক ঝড়ো হাওয়া। এ সময় অল্প কয়েকজন ব্যক্তি নানাভাবে এ দেশের তরুণদের মনোজগতে সাড়া জাগাতে পেরেছিলেন। তাদের একজন সিরাজ সিকদার। তার নেতৃত্বে পূর্ব বাংলার সর্বহারা পার্টি ছিল ওই সময়ের এক আলোচিত চরিত্র। তরুণদের একটা বড় অংশ এই দলের সশস্ত্র ধারার রাজনীতিতে শামিল হয়েছিলেন। তারা কারও চোখে বিপ্লবী, কারও চোখে সন্ত্রাসী। বাংলাদেশের রাজনীতির ইতিহাসের ব্যবচ্ছেদ করতে হলে অনিবার্যভাবেই উঠে আসবে সিরাজ সিকদার এবং সর্বহারা পার্টির রাজনীতির প্রসঙ্গ। এ নিয়ে আছে অনেক আলোচনা, সমালোচনা, বিতর্ক ও বিভ্রান্তি। এ বইয়ে উঠে এসেছে অন্তরঙ্গ বিবরণ, যা পাঠককে নিয়ে যাবে পাঁচ দশক পেছনে।
৪) মা
লেখক : আনিসুল হক
প্রকাশক: সময় প্রকাশন
দাম : ৬০০ টাকা
লেখক আনিসুল হকের ‘মা’ বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে বাস্তবকাহিনি অবলম্বনে রচিত একটি উপন্যাস। একজনআদর্শবান ও ইস্পাতদৃঢ় আত্মমর্যাদাবান মাকে কেন্দ্র করে এ উপন্যাসের পরিণতি লাভ করেছে। আর সে মা হলেন রত্নগর্ভা শহীদআজাদের মা। আমাদের দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে অসংখ্য মর্মস্পর্শী, হৃদয়বিদারক ঘটনা রচিত হয়েছে। তেমনই একটি ঘটনা হচ্ছে শহীদ আজাদ ও তার মায়ের ঘটনা।
আজাদের মা এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। অন্যদিকে আজাদের বাবা ছিলেন তখনকার টাটা কোম্পানির একজন ইঞ্জিনিয়ার। বিত্তশালী বাবা ইউনুস চৌধুরীর একমাত্র ছেলে মাগফার আহমেদ চৌধুরী আজাদ। মা সাফিয়া বেগমকে নিয়েইস্কাটনের রাজপ্রাসাদতুল্য বাড়িতে বেশ সুখেই কাটছিল তাদের দিনকাল।
এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, ‘মা’ বইটি পড়ে যাঁর চোখের পানি ঝরেনি। নিজের অজান্তেই টপটপ করে চোখ থেকে অশ্রু বেরিয়ে পড়ে। কথাসাহিত্যিক আনিসুল হকের ‘মা’ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বাংলা সাহিত্যের এক কালজয়ী উপন্যাস।
৫) স্মৃতিগন্ধা
লেখক: সাদাত হোসাইন
প্রকাশক: অন্যধারা
দাম: ৬০০ টাকা।
ফরিদ বাসায় ফিরে দেখে পারু চুপচাপ বসে আছে। তার মুখ ভার। সে বলল, ‘খুব দেরী করে ফেললাম?’
পারু বলল, ‘না। এখনোতো ভোর অবধি রাত বাকী।’
‘তাই?’
‘হুম।’
‘তাহলে আরও দেরি করে ফিরব?’
‘আপনার ইচ্ছে।’
‘তোমার কোনো ইচ্ছে নেই?
‘আমার ইচ্ছে থাকলেই কী আর না থাকলেই কী?’
‘কিছুই না?’
‘উহু।’
‘আমি না থাকলে তোমার মন খারাপ হয়?’
‘না।’
‘সত্যি না?’
পারু এবার আর জবাব দিল না। ফরিদ তার সামনে এসে বসল। তারপর বলল, ‘আমার কী ইচ্ছে হয় জানো?’
পারু কথা বলল না। তবে মুখ তুলে তাকাল। ফরিদ বলল, ‘আমার ইচ্ছে করে সারাক্ষণ এভাবে তোমার মুখোমুখি বসে থাকি।তারপর ফিসফিস করে জীবনানন্দের কবিতাটা একটু অন্যরকম করে বলি ‘থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার, আমি আরপারুলতা সেন।’ বলে হাসল ফরিদ। কিন্তু পারু হাসল না। সে গম্ভীর গলায় বলল, ‘পারুলতা সেন কে?’
৬) হ্যালো ডাক্তার আপা
লেখক: রাহিতুল ইসলাম
প্রকাশক : বিশ্বসাহিত্য ভবন
দাম: ২০০ টাকা।
করোনাকালে ডাক্তারদের লড়াইয়ের গল্প নিয়ে উপন্যাস হ্যালো ডাক্তার আপা।
করোনাকালে সম্মুখসারির যোদ্ধা হয়ে রাতদিন লড়াই করেছেন বিশ্বের সব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তাদের সেই লড়াই ওসংগ্রাম নিয়ে লেখক রাহিতুল ইসলামের নতুন উপন্যাস “হ্যালো ডাক্তার আপা”। উপন্যাসটি লেখক করোনাকালে সম্মুখসারিতেলড়াই করা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উৎসর্গ করেছেন। বইটি এরই মধ্যে বাজারে এনেছে বিশ্বসাহিত্য ভবন।
অসুস্থতা নিয়ে ঘরে বসে টেলিমেডিসিন সেবা দিতে থাকে স্বর্না। দিন নেই রাত নেই, কখনো মোবাইলে, কখনো ল্যাপটপে...রোগীদের সঙ্গে কথা বলতে দেখা যায় স্বর্নাকে। ধীরে ধীরে তার শরীর দুর্বল হতে থাকে, তবু সে হাল ছাড়ে না।
তার সহায়তায় বাঁচে অনেক প্রাণ। কিন্তু স্বর্না কি বাঁচবে? বদ্ধ ঘরে বন্দী স্বর্না মনে মনে ভাবতে থাকে, একজন রোগীকে সুস্থ করার পর তার মুখে যে অনাবিল হাসি ফোটে, সেই প্রিয় হাসিটা কি স্বর্নার আর কখনো দেখা হবে? বুক ভরে দম নেওয়ার দিনগুলো কিআর কখনো ফিরে আসবে না?
৭) ১৯৭৫
লেখক : মোস্তফা কামাল
প্রকাশক : অন্যপ্রকাশ
দাম : ৮০০ টাকা।
উনিশ শ পঁচাত্তর-বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক বছর। এ বছরই পনেরোই আগস্ট বাঙালির ললাটে যুক্ত হয় অমোচনীয় কলঙ্কতিলক। ঘাতকের বর্বরতায় সপরিবারে নিহত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জনকের শোণিতে রক্তাক্ত হয় সোনার বাংলা। ঢাকা হয় আরেক কারবালা!
নির্মম-পৈশাচিক এ হত্যাকাণ্ডের জন্য দায়ী কে ? কারা ছিল এর নেপথ্যে ? শুধুই কি কিছু বিপদগামী সেনা সদস্য, নাকিউচ্চাভিলাষী কেউ জড়িত ছিল? এটা কি শুধুই একটি হত্যাকাণ্ড; নাকি সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ? কী ভূমিকা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত কিংবা পাকিস্তানের? চীন-সৌদি আরব কি ছিল কেবলই নীরব দর্শক? পঁয়তাল্লিশ বছর পরও এসব প্রশ্ন ঘুরপাক খায় মানুষের মনে । আজও মানুষ খুঁজে ফেরে সেই হত্যাকাণ্ডের নেপথ্য রহস্য। ‘১৯৭৫’ উপন্যাসে সেই রহস্যই উন্মোচিত হয়েছে।
৮) বিলিয়ন ডলার স্টার্টআপ
লেখক : মুনির হাসান
প্রকাশক : আদর্শ
দাম: ৩০০ টাকা।
১২টি বিলিয়ন ডলার স্টার্টআপকে নিয়ে নতুন এ বই। শাদামাটা ভাবে গল্পগুলো বলা। কোনটার মূল বিষয়, কোনটাতে বিস্তারিত - এভাবে এই ১২টা গল্প দিয়ে এই বই সাজানো। এর অনেকগুলো গল্পই অনেকের জানা। একত্রিত করার মরতবা হলো ট্রেইটটা খুঁজে পাওয়া। যেমন একটা দিক হলো বেশিরভাগ উদ্যোক্তাই কিন্তু নিজের কাজে ফাটাফাটি রকমের ভালো। সবারই পর্যবেক্ষণ শক্তি বেশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সিদ্ধান্ত গ্রহণের বাহাদুরী। সবাই জানে কোন উপদেশ শুনতে হবে আর কোন উপদেশ পরিহার করতে হবে।
৯) অনুভূতির অভিধান
লেখক: তাহসান খান
প্রকাশক : অধ্যয়ন
দাম : ২৭০ টাকা।
আমি এমন একটা যুগে বড় হই যখন স্কুলে কিংবা বাসায় শাসনের নামে মৃদু প্রহারের প্রয়োগে ছিল খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু আমার স্কুল ছিল সেন্ট যোসেফ হাই স্কুল, একটা মিশনারি স্কুল । অনেক বছর ধরে বিদেশি হেড মাস্টারদের পরিচালনায় থাকায় অন্যান্য স্কুলের তুলনায় শারীরিক প্রহারের প্রয়োগ ছিল খুব কম। আর আমিও ছিলাম শান্ত শিষ্ট (লেজবিশিষ্ট)। তাই মার খেতে হয়নি কখনো, বাসায় যদিও আমার বাবা মা বরাবরই খুবই কড়া প্রকৃতির ছিলেন। এই ব্যাপারটায় তারা ছিলেন অসম্ভব প্রগতিশীল এবং নমনীয়।
মোটাকথা, যে যুগে বেড়ে ওঠা মানে জালি বেতের সাঁড়াশি অভিযানে পুরো প্রজন্ম তটস্থ। সেই যুগে প্রহার ব্যতিরেকেই আমার শৈশবের বেড়ে ওঠা। কিন্তু শাসন? সে ছিল বিস্তর।
১০) ঘরে বসে Spoken English
লেখক : মুনজেরিন শহীদ
প্রকাশক : তাম্রলিপি
দাম : ৩০০ টাকা।
ঘরে বসেই নিজের Spoken English ভালো করার ৬০টি কার্যকরী ফর্মুলা নিয়ে তৈরি করা এই বই টিপস অ্যান্ড ট্রিকস যেগুলো আপনার ইংরেজিভীতি কমিয়ে দেবে। যেভাবে স্মার্টলি স্পোকেন ইংলিশের চর্চা করবেন বাড়িতে বসেই। যে হ্যাকগুলো ফলো করলে ইংরেজিতে কথা বলার জড়তা কেটে যাবে দ্রুতই। প্রতিদিন মাত্র ১০ মিনিট ব্যয় করে ইংরেজিতে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন