সন্তানের জন্ম দিয়েছেন একজন ট্রান্সজেন্ডার পুরুষ

সন্তানের জন্ম দিয়েছেন একজন ট্রান্সজেন্ডার পুরুষ

ছেলে সন্তানের জন্ম দিয়েছেন একজন ট্রান্সজেন্ডার পুরুষ। ওই ব্যক্তির নাম রায়ান স্যান্ডারসন। তবে ২৪ বছর বয়সী রায়ান মেয়ে হিসেবে জন্মেছিলেন। এ ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে। জিও টিভির প্রতিবেদনে বলা হয়, গর্ভবতী হওয়ার নয় মাস আগে থেকে টেস্টোস্টেরন নিচ্ছিলেন রায়ান। ট্রান্সজেন্ডার মানুষজন গর্ভবতী হতে পারে ভেবেই তিনি টেস্টোস্টেরন নিচ্ছিলেন।

পরে একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি। ওই ছেলের নাম হ্যান্ডরিক। নারী থেকে পুরোপুরি পুরুষ হয়ে ওঠার অংশ হিসেবে নিজের শারীরিক পরিবর্তন ঘটান তিনি। তবে এর আগে সন্তানকে দুধ পান করান তিনি। যদিও ভবিষ্যতে আরও সন্তানের আশায় পুরুষ হয়ে উঠবার আরও প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছেন তিনি।

নিজের গর্ভবতী হওয়ার বিষয়ে রায়ান বলেন, আমি বিশ্বাস করি এটি আমার ভাগ্যে ছিল। তিনি বলেন, আমি বিশ্বাস করিনি যে আমি টেস্টোস্টেরন চিকিৎসা চালানোর সময় গর্ভবতী হতে পারব। আমি মনে করি আরও ট্রান্স পুরুষদের বোঝা দরকার যে তারা গর্ভবতী হতে পারে। আমার সাবেক সঙ্গীর ধারণা ছিল যে সে কখনও সন্তানের জন্ম দিতে পারবে না।

মন্তব্যসমূহ (০)


Lost Password