'গ্রন্থাগারে বই পড়ি: স্মার্ট বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৪ উপলক্ষে মঙ্গলবার সকালে নওগাঁর আত্রাই উপজেলার রহমান স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট সংলগ্ন প্রজন্ম পাঠাগারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন প্রজন্ম পাঠাগারের প্রতিষ্ঠাতা এবং বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ও প্রজন্মের আলো সম্পাদক মো. আব্দুর রহমান রিজভী। এ সময় বান্দাইখাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক সরকার, মো: তাওহিদুল ইসলাম কৌশিক, প্রজন্মের আলোর নির্বাহী সম্পাদক তাহেরা এনায়েত করিম, প্রজন্মের আলোর বার্তা সম্পাদক প্রভাষক আবু রেজা, সিনিয়র প্রভাষক জাকিরুল ইসলাম, প্রভাষক এসএম মাসুদ পারভেজ, প্রভাষক রিপন সরদার, প্রভাষক মামুনুর রশিদ, প্রভাষক সোহেল রানা, প্রভাষক ইদ্রিস আলী ,দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি খালেক হাসান, সাংবাদিক হারুন অর রশিদ উজ্জল, আবু বকর সিদ্দিক, সাংবাদিক রফিকুজ্জামান মানিক, প্রজন্মের আলো ম্যানেজিং ইডিটর আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীর, প্রজন্মের আলোর ডিজিটাল কন্টেন্ট ইডিটর আব্দুল্লাহ আল মাসুদ বিন রহমান তন্ময় প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় পাঠাগারের সদস্যগণ ছাড়াও বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজের ছাত্রছাত্রী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সহযোগিতায় প্রজন্মের মেলা, প্রজন্ম বিজ্ঞান-বিতর্ক ও ল্যাংগুয়েজ ক্লাব, প্রজন্মের আলো ও প্রজন্ম ফ্রিল্যান্সিং ইন্সটিটিউট । সভায় বক্তারা মানুষকে গ্রন্থাগারমুখী করা, পাঠাভ্যাস বৃদ্ধি, মননশীল সমাজ গঠনের কেন্দ্রবিন্দু ও জনগণের বিশ্ববিদ্যালয় হিসাবে পাঠাগারের ভূমিকা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এর আগে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ সংলগ্ন মেইন রোডে এ উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন