সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মেঘনার শাহীন সরকার

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মেঘনার শাহীন সরকার

গত ০৮ নভেম্বর বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখায় মোঃ রাহাত মোড়লকে সভাপতি  ও মোঃ আশিকুল ইসলাম আশিককে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।

উক্ত কমিটিতে কুমিল্লার মেঘনার উপজেলার মোঃ শাহীন সরকারকে সহ-সভাপতি করা হয়েছে। শাহীন সরকার মেঘনা উপজেলার ব্রাহ্মনচর নোয়াগাঁও গ্রামের সরকারবাড়ি মোঃ ইলিয়াছ সরকারের সন্তান। 

ইতিপূর্বে শাহীন সরকার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গোবিন্দপুর ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন, পরবর্তীতে তিনি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক পদে দায়িত্ব পালন করেন ও  কুমিল্লা উঃ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেন। 

শাহীন সরকার বলেন, ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, এশিয়ার সর্ববৃহৎ এই ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সকল ইতিবাচক রাজনৈতিক আন্দোলন প্রত্যক্ষ ভাবে ভূমিকা পালনের পাশাপাশি সামাজিক কার্যক্রম এবং আর্ত মানবতার সেবায় সর্বদা নিয়োজিত আছেন। বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

মন্তব্যসমূহ (০)


Lost Password