মেট্রোরেলের যাত্রা শুরু হলো দেশে। এই প্রথম যাত্রী নিয়ে দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশনে পৌঁছাল মেট্রোরেল। তবে যাত্রীদের বেশিরভাগই ভিআইপি।
মেট্রোরেলের প্রথম এই যাত্রার যাত্রী হিসেবে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার সদস্য, ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ নেতা ও আমন্ত্রিত অতিথিরা। বুধবার বেলা ২টায় দিয়াবাড়ি স্টেশন থেকে মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে যাত্রা করে। মাত্র ১০ মিনিট ১০ সেকেন্ডে আগারগাঁও স্টেশনে পৌঁছায় মেট্রোরেল। সেখানে পৌঁছানোর পর মেট্রোরেল থেকে হাসিমুখে নেমে আসেন প্রধানমন্ত্রী ও অন্য যাত্রীরা। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী দিয়াবাড়ি স্টেশনে সবুজ পতাকা নাড়িয়ে বাংলাদেশের প্রথম মেট্রোরেল চলাচলের আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন। তার আগে তিনি মেট্রোরেলের টিকিট (কার্ড) কেনেন। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। তিনিও টিকিট কেনেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহেনা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী পাশাপাশি আসনে বসে আগারগাঁওয়ের উদ্দেশে যান। আমন্ত্রিত অতিথিরা সবাই টিকিট কেটে মেট্রোরেলে চড়েন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন