বিসমিল্লাহ বলে শূকরের মাংস খাওয়ার ভিডিও তৈরি করার অভিযোগে ইন্দোনেশিয়ায় এক নারী টিকটকারকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সেই সঙ্গে তাকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। বার্তা সংস্থা সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রার পালেমবাংয়ের একটি আদালত ৩৩ বছর বয়সী লিনা মুখার্জীকে ‘ঘৃণা ছড়ানোর’ দায়ে বিতর্কিত ব্লাসফেমি আইনে দোষী সাব্যস্ত করা হয়েছে।
কারাদণ্ডের পাশাপাশি তাকে ১৬ হাজার ২৪৫ ডলার জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাস কারাবাস ভোগ করতে হবে তাকে। প্রতিবেদনে বলা হয়েছে, বিসমিল্লাহ বলে শূকরের মাংস খাওয়ার ভিডিও পোস্ট করার পর গত মার্চ মাসে লিনার বিরুদ্ধে অভিযোগ করেন স্থানীয়রা। এরপর আইনি ব্যবস্থা নেয়া হয় তার বিরুদ্ধে। ইসলামে শূকরের মাংস খাওয়া নিষিদ্ধ।
ইন্দোনেশিয়া একটি মুসলিম প্রধান দেশ। মুসলামনদের শূকরের মাংস খাওয়া নিষিদ্ধ। মুখার্জি নিজেকে একজন মুসলিম হিসেবে পরিচয় দেন। ভিডিওটি ভাইরাল হওয়ার ইন্দোনেশিয়ার রক্ষণশীল সংগঠনগুলোর সমালোচনার শিকার হন লিনা।
ইন্দোনেশিয়ান ওলামা কাউন্সিল লিনার কার্যকলাপকে ‘ন্যক্কারজনক’ বলে অভিহিত করে। এই সাজার প্রতিক্রিয়ায় সিএনএনের কাছে লিনা বলেন, ‘জানি আমি ভুল করেছি। কিন্তু এমন শাস্তি পাব তা ভাবতেও পারিনি।’ ইন্দোনেশিয়া ব্লাসফেমি আইনের মামলায় এটিই সর্বশেষ কোনো রায়। ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে, এমন দাবি জানিয়ে ইন্দোনেশিয়ার মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে ব্লাসফেমি আইনের বিরোধিতা করে আসছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন