জীবন চলামান; মৃত্যু অবধি চলবে অবিরত তার নিজ গতিতে আমরা জানি!

জীবন চলামান; মৃত্যু অবধি চলবে অবিরত তার নিজ গতিতে আমরা জানি!

 জান্নাত তোমা, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট:

চলমান এই সময়কে আমরা দুটি ভাবে পেয়ে থাকি জীবনের গল্পে; কখনো পজেটিভ সময় আবার কখনো নেগেটিভ সময়!! কোন একজন মানুষের জীবনও একতরফা ভাবে পেজেটিভ সময় পায়নি আবার কেউ একতরফা ভাবে নেগেটিভ সময়ও কাটায়নি পৃথিবীতে।

জন্মের পর পিতা-মাতার আদর স্নেহের স্পর্শ থেকে পড়াশোনা করা, ক্যারিয়ার, ভাল বিবাহ এবং স্বাভাবিক সংসার জীবন আমাদের কাম্য। অনেকে পেয়েও থাকে।

কিন্তু, এই স্বাভাবিক জীবন স্রোতে হঠাৎ করে বড় ধরনের অসুস্থতা, বাবা-মায়ের মৃত্যু, ডিভোর্স, পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া, ব্যবসায় ক্ষতি, এগুলো সব নেগেটিভ সময়ের আগমন; কারও বা ধাক্কা সামলাতে একটু বেশি সময় লাগে, কারও বা কম; আবার কেউ বা ভাগ্য বিড়ম্বনার শিকার হয়ে সারাটাজীবন পার করে এই নেগেটিভ সময়টা কে!

একটি পজেটিভ সময় পার করা মানুষ কখনো নেগেটিভ সময়ের মানসিক যন্ত্রণা বোঝেনা কিন্তু নেগেটিভ সময় পার করা মানুষ গুলো পজেটিভ সময় পাওয়ার জন্য যুদ্ধ করে চলে; তাই জীবন যুদ্ধে পজেটিভ সময় প্রাপ্ত মানুষের সাথে নেগেটিভ সময় প্রাপ্ত মানুষের কোনদিন তুলনা হয়না।

যার আঘাত নেই, সে যন্ত্রণা বুঝবে না এটাই স্বাভাবিক।। তাই আমাদের উচিত, চারপাশের মানুষের মানসিক যন্ত্রণা না বুঝলেও তাকে মানসিক সাপোর্ট দিয়ে সামনে এগিয়ে নেওয়া।

একটু মানসিক সাপোর্ট একটা আত্মহত্যা পরিকল্পনাকারীকেও বাঁচার স্বপ্নে ফিরিয়ে আনতে পারে।।

মন্তব্যসমূহ (০)


Lost Password