মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন শিক্ষক আবুল কালাম

মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন শিক্ষক আবুল কালাম

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২ মোঃ আবুল কালাম আজাদ।

মোঃ আবুল কালাম আজাদ শরীয়তপুর জেলাধীন ডামুড্যা উপজেলার আলহাজ্ব আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

৬ আগষ্ট শনিবার বিকেলে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী।

প্রধান আলোচক ছিলেন সাবেক উপমন্ত্রী ও ১৪ দলের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী।

মূল প্রবন্ধ পাঠ করেন আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম আর খান আদনানা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াসিউজ্জামান লেনিন। সভায় দেশের বিভিন্ন জায়গার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password