বাংলাদেশের ই কমার্সে বর্তমান টানা পোড়েন দূর করতে আর গ্রাহক আস্থার প্রতি সম্মান জানিয়ে বাজারে আসছে নতুন ই কমার্স সাইট "দোকান"। সম্পুর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং মার্চেন্ট ভিত্তিক অনলাইন শপ দোকানের যাত্রা শুরু হতে যাচ্ছে ১ অক্টোবর থেকে।
দোকানে দৈনন্দিন জীবনের সব প্রয়োজনীয় পণ্য ছাড়াও থাকবে ফ্যাশন, লাইফস্টাইল, ইলেক্ট্রনিক্স, খাদ্য, পানীয়, খেলাধুলা, ট্রাভেল কিট, ট্রাভেল প্যাকেজ, হোটেল বুকিং সহ প্রায় ১৫০+ ক্যাটাগরির পণ্য বা সেবা। দোকানে থাকবে বিভিন্ন ক্যাটাগরির বিজনেস পার্টনার, যারা স্বল্প কমিশনের বিনিময়ে তাদের পণ্য দোকানে সেল করতে পারবেন। মূল্যছাড় সহ সব ধরনের অফার এর নিয়ন্ত্রণ থাকবে সেলার বা মার্চেন্ট দের হাতে।
যেন অযৌক্তিক কিংবা ভিত্তিহীন কোন মূল্যছাড় এর মত পরিস্থিতি তৈরি না হয়। থাকবে ডেবিট-ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং ও ক্যাশ অন ডেলিভারি নেয়ার সুযোগ। সাশ্রয়ী মূল্যের পাশাপাশি থাকবে ইন্টারেস্ট ছাড়াই ১২ মাস পর্যন্ত ই এম আই সুবিধা। কোম্পানির পক্ষ থেকে আরো বলা হয়, ই-কমার্স কোন লটারি নয়, ই-কমার্স শেয়ার বাজারও নয়, এখানে বিনিয়োগ করে রাতারাতি টাকা দ্বিগুণ করার কোন উপায় নেই।
তাই আপনার কষ্টার্জিত টাকা বাঁচাতে সচেতন হোন। যেই ই-কমার্স সঠিক সময়ে পণ্য ডেলিভারি করে এবং গুণগত মানে সঠিক পণ্য ডেলিভারি করে সেই ই-কমার্স সাইটে অর্ডার দিন। নিরাপদ অনলাইনে কেনাকাটার পথ সুপ্রশস্ত করতে দোকান ভূমিকা রাখবে বলে আশ্বাস জানানো হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন