এ মাসের মাঝামাঝি থেকেই মাধ্যমিকের ক্লাস পুরোদমে শুরু: শিক্ষামন্ত্রী

এ মাসের মাঝামাঝি থেকেই মাধ্যমিকের ক্লাস পুরোদমে শুরু: শিক্ষামন্ত্রী

এ মাসের মাঝামাঝি থেকেই মাধ্যমিকের ক্লাস পুরোদমে শুরু করতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, যেখানে কেউ আসতে পারছে না, আমরা তাদের অ্যাসাইনমেন্ট দেব। যখন আমরা পুরোদমে ক্লাস শুরু করতে পারি, তখন হয়তো..., আমরা এমনিতেই তো কনটিনিয়াস অ্যাসেসমেন্টে চলে যাচ্ছি। অ্যাসাইনমেন্ট যখন দরকার হবে, তখন দেব।

আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে ইন্ডিয়ান এডুকেশন ফেয়ার-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, পুরোদমে ক্লাস শুরু হলে ব্লেন্ডেড এডুকেশন কীভাবে শুরু করা হবে- আমরা সে পলিসি করছি। এ মাসের ২৬ তারিখে প্রধানমন্ত্রীর কাছে সেটা তুলে দেওয়ার কথা। এজন্য কার্যক্রম চলছে। তিনি বলেন, ব্লেন্ডেড এডুকেশন করতে হলে আমাদের সব ক্লাসরুমকে তৈরি করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ চলছে, এটা আরও দিতে হবে। কাজেই এটা যে এই মুহূর্তে সব কাজ হয়ে যাচ্ছে তা কিন্তু নয়।

বুয়েটে সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যেখানে আমরা পুনর্বিন্যাস করে এইচএসসি পরীক্ষা নিয়েছি সেখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষাটাও সেই পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হওয়া উচিৎ, সেটাই যৌক্তিক।

মন্তব্যসমূহ (০)


Lost Password