জুতা পরে শহীদ মিনারে একাধিক শিক্ষার্থী ও শিক্ষক সহ বিদ্যালয় মানেজিং কমিটির সদস্যরা। তবে আমাদের হাতে আসা ছবিটির দৃশ্য দেখে যে কেউ মনে করতে পারেন হয়তো এটি কোন উল্লাসের আনন্দমুখর পরিবেশ নয়তো পাঁচ রঙের কোন ঝিলিমিলি রঙ্গ মঞ্চ। আর সেই রঙ্গ মঞ্চেই চলছে ফটো সেশন।
নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের ৯নং কুশাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের মাতৃভাষা দিবস উদযাপনের ছবি এটি। তবে শিক্ষা গুরুদের এমন আচরণ দেখে হতবাক স্থানীয় শিক্ষিত সমাজ। এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যরা এমন ঘৃণ্য কাজ কিভাবে করে। মানুষ গড়ার কারিগর যদি এমন হয় তাহলে মানুষ গড়বে কে? ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন রশীদের সাথে কথা হলে তিনি জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, তবে ঘটনাটির সত্যতা স্বীকার করেন তিনি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আহবায়ক মোঃ মঞ্জু হোসেন, সহকারী শিক্ষক আঃ বারিক এবং ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ইউনূচের সাথে কথা হলে তারাও ঘটনাটির সত্যতা স্বীকার করেন।
এ ঘটনায় নওগাঁ জেলা প্রশাসক মোঃ খালিদ মেহেদী হাসান (পিএএ) এর সাথে কথা হলে তিনি এ বিষয়ে অবগত নয় এবং ঘটনাটির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন