নওগাঁয় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

নওগাঁয় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

নওগাঁয় উত্তরের জেলা পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে আজ সোমবার (২৮ ফেব্রুয়ারী) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সরকার প্রধান। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘নওগাঁয় বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। ‘রাষ্ট্রপতি আচার্য হবেন। তিনি একজন স্বনামধন্য শিক্ষককে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন। দুজন উপ-উপাচার্য থাকবেন। একজন ট্রেজারার নিয়োগ দেয়া হবে।’ একইভাবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে দুই জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদন দেয়ার খবর জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্তব্যসমূহ (০)


Lost Password