শিক্ষা প্রতিষ্ঠানেও জ্বালানি সাশ্রয়ে সপ্তাহে দুই দিন শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির বিষয়টি বহু আগ থেকেই আলোচনা ছিল।
বিশেষ করে শিক্ষার্থীদের নিজেকে গোছানোর জন্য সপ্তাহে একদিন ছুটি যথেষ্ট নয়। কারণ একদিনে একাডেমিক রুটিন পড়াশোনার বাইরে ক্যারিয়ার গঠনে তাদের নিজস্ব পড়াশোনার জন্য যথেষ্ট নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সপ্তাহের ৬ দিন টানা ক্লাস করে তাদের যে চাপে থাকতে হচ্ছে তাতে শিক্ষার্থীরা ক্ষেত্র বিশেষ মানসিক অবসাদে ভোগে। সবকিছু মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দুইদিন বন্ধ রাখা খুবই যুক্তিযুক্ত।
তবে ঢাকাসহ সারাদেশে যানজট শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটিতে একেবারেই থাকেনা বললেই চলে। তবে সরকার আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে সপ্তাহের আরো একদিন যানযট মুক্ত থাকবে রাজধানীসগহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলো। আর এতে সারাদেশে ইতিবাচক প্রভাব ফেলবে। আর তা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এবং আদালত সমূহের সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার এবং শুক্রবার করতে হবে।
অপরদিকে অন্যান সকল সরকারি অফিস এবং ব্যাংক সমূহের ছুটি থাকবে শুক্র ও শনিবার। এর সাথে আরেকটু যোগ করা যেতে পারে তা হচ্ছে, সকল শপিং মল সমূহের সাপ্তাহিক বন্ধ বুধবার করা যায়, এতে সপ্তাহের মোট চারদিনই যানজট মুক্ত শহর দেখা যাবে। আশা করি সরকার এ বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিবে।
এছাড়া রাত ৮টার পর সকল দোকানপাট বন্ধ, দিনের বেলায় অফিস সূচি এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত স্থায়ীভাবে আইনি ও বিধান করে তা বাস্তবায়ন করুন। তাতে জ্বালানি সঙ্কট এবং যানজট নিরসনে ঐতিহাসিক ফল পাওয়া যাবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন