একটি কবিতা 'শব্দহীন চেতনা'
- দীর্ঘ নিশ্চল চেতনা যখন তোমার মনের অন্তর্নিবিষ্ট বোধকে জাগায়
- তখন তোমার স্থবিরতার ঘোরে আমি আক্রান্ত হই জটিল সাইকোসিসে।
- তোমার যাতনা তো আমার অ্যাড্রেনালিনের মাত্রা চরমে নিয়ে,
- একটা ঘন,একটা প্রগাঢ় বায়বীয় ডেনড্রাইটের জন্ম দেয় মনে।
- হাওয়ার রাত কিংবা নক্ষত্রের রাতের বেবিলনের রাণীর ঘাড়ের সৌন্দর্যে,
- আমি ইস্রাফিলের শিঙ্গা আর জিবরাইলের ডানার সন্ধি দেখতে পাই-
- তোমার নিঃশব্দ কবিতায়।
- মানুষ যখন বিস্তর প্রশ্নের ইতিহাস আর অজানা উত্তরের দর্শন পড়ে ক্লান্ত হয়,
- তখন সহজ সূত্র মিলে যাওয়া বিজ্ঞানকেই ঈশ্বর ভেবে প্রশান্তি পায়।
- অথচ বিজ্ঞান আমাকে ন্যূনকল্পে একরাত ঘুম কিংবা ভালোবাসা দিতে পারে নি।
- পাখির গানে যে প্রেমে পারমার্থিক চেতনায় মাত্রাযুক্ত বর্ণের সম্মিলন ঘটে,
- জোনাকির যে ক্ষীণ আলো মধ্যরাতে প্রেমিকার মুখের মতো মায়ার জালালিয়াত দেখায়,
- মায়ের হারিয়ে যাওয়া আঁচল যে বিপত্তিহীন স্নেহের জন্ম দেয়,
- যে প্রবোধ বাবার চশমার ফ্রেমের আড়ালে দেখা যায়,
- তা তো তোমার লেখা শব্দহীন কবিতায় পেয়েছি আমি-
- এই রাতে, হারিয়ে যাওয়া পৌষের মৃদু জীবিত পৃথিবীর এক কোণে।
- বিজ্ঞানে নয়, সজ্ঞানে ধারণ করা তোমার অস্তিত্বে।
- অবিরাম উন্মাদনায় খেই হারিয়ে ফেলে যখন নিয়ন আলো আমার চোখে তীব্র মনে হয়,
- তোমার প্রাচীণ গানের সুর আমার আরাধ্য হয়, আমি ঢেউ তুলি না থাকা নূহের নৌকায়।
- স্মৃতির বিভ্রমে কিংবা বোধের সীমাহীন আড়ষ্টতায় পৃথিবীর যাবতীয় চেতনা শিল্পের মতো, সাহিত্যের মতো আমি তোমার চাহনিতে দেখতে পাই।
- ফিলিস্তিনের শিশু থেকে ইহুদি নারীর গান সবই যেন তোমার ঠোঁটের অলঙ্ঘনীয় অলঙ্কার।
- বিপন্ন সভ্যতার শেষ পায়রার উড়ে যাওয়া বার্তায় যখন-
- 'রাজনৈতিক' তোমার অর্থনৈতিক কৈফিয়ত জোরালো হয়,
- বাজারের কাছে নিজেকে বাজারি,
- আর ধর্মের কাছে অধার্মিক মনে হয়-
- তখনও আমি তোমার চোখেই আমার নিবৃত্তি আর ভারসাম্য খুঁজে পাই৷
- প্রেমিকার হাতের রূপক তড়িতের নির্মোহ স্পর্শ শেষে,
- আমি তোমাকে আমার মাঝেই দেখি।
- তুমিও এই কবিতা পড়ে ব্রহ্মপুত্রের তলদেশে দেড়শো বছর আগে ডুবে যাওয়া নববিবাহিত বরের বেশে আবিষ্কার করবে আমাকে।
- তোমার ঘোর আরও গাঢ় হবে, রাত গভীর হবে, কবিতা হবে নিঃশব্দ।
- যেমন নিঃশব্দ কবিতাতেই তুমি আমাকে ধারণ করেছ অন্তঃস্থ কাসিদায়।
- এরপর তুমি-আমিতে আর এক শুক্রও তফাত থাকে না।
- -০-
- লেখক, শিক্ষার্থী,গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়।
এই বিভাগের আরও খবর
- শিল্প ও সাহিত্য
- 6 days ago
- শিল্প ও সাহিত্য
- 1 week ago
- শিল্প ও সাহিত্য
- 2 weeks ago
- শিল্প ও সাহিত্য
- 1 month ago
- শিল্প ও সাহিত্য
- 1 month ago
- শিল্প ও সাহিত্য
- 3 months ago
- শিল্প ও সাহিত্য
- 6 months ago
- শিল্প ও সাহিত্য
- 9 months ago
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন