বিক্রি কম হলেও প্রতিদিনই প্রকাশ হচ্ছে নতুন নতুন বই

বিক্রি কম হলেও প্রতিদিনই প্রকাশ হচ্ছে নতুন নতুন বই

বইমেলায় অন্যান্য বছরের তুলনায় এবার বিক্রি কম হলেও প্রতিদিনই আসছে নতুন নতুন বই। গত বছর মেলার প্রথম সাত দিনে নতুন বই প্রকাশিত হয়েছিল ৬৪০টি। এবার মেলার সপ্তম দিনে আজ  বুধবার (২৪ মার্চ) প্রকাশিত ১৭৪টিসহ এপর্যন্ত মোট নতুন বই এসেছে ৬৯১টি। প্রকাশক এবং বিভিন্ন স্টলের কর্মীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

অন্য প্রকাশের স্টল ইনচার্জ তন্ময় সাহা বলেন, ‘করোনার কারণে অন্যান্য বছরের তুলনায় এবার বিক্রি কিছুটা কম। তবে মেলা নিয়ে আমাদের প্রস্তুতি ছিল শতভাগ। সেই প্রস্তুতির অংশ হিসেবে নতুন বই আগের মতোই প্রকাশ করা হচ্ছে। এবছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা প্রায় একশ’র বেশি বই প্রকাশ করবো। এরইমধ্যে ৭০টি বই মেলায় চলে এসেছে।’

নন্দিতা প্রকাশনীর সহকারী স্বত্বাধিকারী শামীম পারভেজ বলেন, ‘আমাদের বই প্রকাশের সংখ্যা আগের মতো আছে। এরইমধ্যে ৮০ শতাংশ বই চলে এসেছে। যদিও বিক্রি তেমন একটা হচ্ছে না। আশার দিক হলো, মেলায় দর্শনার্থী বাড়ছে, বিক্রিও বাড়বে।’

আগামী প্রকাশনীর ম্যানেজার মাহমুদুল হাসান বাবর বলেন, ‘আমাদের বিক্রি প্রত্যেক বছর যেমন হয়, এবারও তেমনই হচ্ছে।  আমাদের মুক্তিযুদ্ধভিত্তিক বইগুলো বেশি বিক্রি হচ্ছে। সবাই জানে যে, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বই মানেই আগামী প্রকাশনী। আমাদের প্রকাশনী থেকে প্রত্যেক বছর একশ’র ওপরে নতুন বই প্রকাশিত হয়। এবারও তেমনটাই হচ্ছে। এরমধ্যে ৯০টি নতুন বই মেলায় এসেছে। বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে, কিছু দিনের মধ্যে চলে আসবে।’

সাহিত্য প্রকাশনীর ম্যানেজার রাকিবুল ইসলাম বলেন,‘এবার বিক্রি খারাপ। তবে আশা করছি, বাড়বে। মেলা নিয়ে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ ছিল। নতুন বই প্রকাশের হার আগের মতোই আছে।’

কথা প্রকাশের ইনচার্জ জাকিরুল ইসলাম বলেন, ‘এবার মেলায় বিক্রি কম। আমরা আশায় ছিলাম যে, দেরিতে হলেও মেলা হবে। সেজন্য নতুন বই প্রকাশের প্রস্তুতিও ছিল।’

বুধবার মেলার সপ্তম দিন বিকাল পাঁচটায় বাংলা একাডমির শহিদ মুনীর চৌধুরী সেমিনার কক্ষে চলমান ‘অমর একুশ বইমেলা ২০২১’ বিষয় এক পর্যালাচনা সভা অনুষ্ঠিত হয়।

 

মন্তব্যসমূহ (০)


Lost Password